ঝাঁপিয়ে পড়ে ‘সোনার মুকুট’!
এর নাম লড়াই। জীবন দিয়ে হলেও জিততে হতো শাউনি মিলারকে। অন্তত তার ‘ডাইভ’ দেখে সেটাই মনে হল। মেয়েদের ১০০ মিটার ফাইনালে টাচ লাইনের কাছে এস ঝাঁপিয়ে পড়ে স্বর্ণ জিতে আলোচনার ঝড় তুলেছেন বাহমিয়ান এই নারী অ্যাথলেট।
এদিন যুক্তরাষ্ট্রের অ্যালিসন ফেলিক্স আর মিলার ক্রস লাইনের একটু আগ পর্যন্ত সমান ছিলেন। মিলার হঠাৎ লাফিয়ে পড়ে ক্রস লাইন টাচ করেন।
মিলার সময় নেন ৪৯.৪৪ সেকেন্ড। ফেলিক্স ৪৯.৫১। দুইজনের এই ‘মহাযুদ্ধে’র ভিড়ে তৃতীয় হয়েছেন জ্যামাইকার শেরিককা জ্যাকসন। তিনি সময় নিয়েছেন ৪৯.৮৫ সেকেন্ড।
অনেকেই ভেবেছিলেন ফেলিক্স এই ইভেন্টে সোনা জিতবেন। ২০০৪ সালে ২০০ মিটারে সিলভার জিতে আলোচনায় আসেন তিনি। তখন বয়স ছিল মাত্র ১৮। ২০১২ সালে সোনা জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। কিন্তু মিলারের ‘অতিমানবীয়’তার কাছে এবার ১০০ মিটারে সোনা বিসর্জন দিতে হলো তাকে।
মন্তব্য চালু নেই