ঝরা পাতায় শরতের আগমনী দেখুন ছবিতে
গ্রীষ্মের মধুর দিনগুলো দূরবর্তী স্মৃতিতে বিবর্ণ হওয়ার সাথে সাথে মা-প্রকৃতিও যেন পরিবর্তিত হয়ে আমাদের স্মৃতিকাতর মনকে বিশ্রাম দিচ্ছে পাশ্চাত্যে।
আপেল কুড়ানো, তার রস পান, আরামদায়ক সোয়েটার, কুমড়ার পাই এসব কিছুই এই আনন্দদায়ক শরত ঋতুর বিশেষত্ব। কিন্তু গাছের পাতাগুলোর কমলা, লাল এবং হলুদ রূপধারণ যেন শারদ শুভেচ্ছার সবচেয়ে বড় বৈশিষ্ট্য।
প্রকৃতির কাব্যিক সৃষ্টির সংকলন এই পত্রঝরা উদ্ভিদের ছবিগুলো আপনার মনকে সজীব এবং পতনের সৌন্দর্য দেখার ইচ্ছা পূরণ করবে।
ছবি: থমাস সিবক। গ্যেটে ইমেজেস
পত্রঝরা উদ্ভিদের নিঝুম ও সুন্দরতম এই জায়গাতে ভ্রমণ প্রকৃতির মাঝে নিবিষ্ট করে দিতে পারে আপনার মন।
ছবি: বিল রাফটেন। গ্যেটে ইমেজেস
রঙ-বেরঙের পাতার দৃশ্য পরিশুদ্ধ করে দেবে যে কাউকেই। একইসাথে অনুভব করতে পারেন নদী, ঋতু আর জীবনের প্রবাহ।
ছবি: ইডি রেশ্চকে। গ্যেটে ইমেজেস
শীতার্ত মনে লুকায়িত আনন্দের অভিজ্ঞতা পেতে এসব স্থান অদ্বিতীয়।
ছবি: ডেনিস টাগনিজ। গ্যেটে ইমেজেস
কুয়াশার মধ্যে পাতার পতন অনেক অনুভূতির অন্বেষণে সহায়তা করতে পারে।
ছবি: উইলফ্রিড ক্রেছিচওস্ট। গ্যেটে ইমেজেস
এই দৃশ্য যে কাউকেই নান্দনিক আনন্দ উপহার দিতে পারে। নিস্তেজ এবং উজ্জল উভয় রং আছে এখানে। দৃশ্যের বুনট মৃদু এবং মচমচে। কড়কড় শব্দে বেজে ওঠা পাতাগুলো যেন হাওয়ার তালে তালে নাচতে থাকে।
ছবি: মিশেল ফাঙ্ক। গ্যেটে ইমেজেস
প্রকৃতির ও শিল্পের ছেদ পড়া পতনের নবীনতায় শ্বাস নিতে পারায় তৃপ্তি আছে।
ছবি: রুসেল বারডেন। গ্যেটে ইমেজেস
ঘূর্ণায়মান পাহাড়, জীর্ণ শস্যাগার এবং রুবি-রাঙ্গানো পাতার সৌন্দর্যতে আত্মসমর্পণ করতে কে না চাইবেন।
ছবি: অরবিন্দ বলরমন। গ্যেটে ইমেজেস
সেই একই জিনিস। শুধুমাত্র কমলা পাতা আর গ্যারেজ ছাড়া।
ছবি: ফিলবাই ফিল্মস। গ্যেটে ইমেজেস
পাতার স্তুপে ঝাঁপিয়ে পড়ার অবসর।
ছবি: করনেলিয়া ডোয়ের। গ্যেটে ইমেজেস
ঝরার অপেক্ষায় থাকা পাতার ভিতরে থাকা সব বিবরণকে আলিঙ্গন করার এইতো সুযোগ।
ছবি: ডেভ রিডি। গ্যেটে ইমেজেস
এই ছবি দেখে যে কারোরই মুখ দিয়ে একটাই শব্দ বেরিয়ে আসবে ‘দারুণ’। শরতে প্রকৃতি খুব বেশি সক্রিয় এখানে।
ছবি: ভিশনস অব আমেরিকা/ জো সোহম। গ্যেটে ইমেজেস
পত্রঝরা উদ্ভিদের এই এরিয়েল দৃশ্য আপনার চোখ জুড়য়ে দেবে।
ছবি: আসাফতা। গ্যেটে ইমেজেস
নিজেকে হারিয়ে ফেলতে পারেন পাতার সুড়ঙ্গে। কিন্তু সঙ্গে সঙ্গে উদ্ধার হতে পারেন নিজে নিজেই কারণ এটি বাস্তবের কোন সুড়ঙ্গ নয়।
ছবি: ডেনিস ম্যাককোলমেন। গ্যেটে ইমেজেস
আর অবশেষে এই উজ্জল পত্রঝরা উদ্ভিদ আপনাকে মনে করিয়ে দেবে আপনি নিজেও উজ্জল, শক্তিশালী এবং সুন্দর।
সূত্র: হাফিংটন পোস্ট
মন্তব্য চালু নেই