ঝটপট পার্টি হেয়ারস্টাইল করে নিন
সারাদিন কাজের ব্যস্ততা। একটুও সময় নেই রাতের পার্টিতে সেজে যাওয়ার। তাহলে উপায়! জেনে নিন। কিছু কার্যকরী হেয়ার টিপস। যা আপনাকে এক মিনিটে করে তুলবে আকর্ষণীয়। হয়ে উঠবেন সবার মাঝে অনন্যা।
ক্লিপ আপ হাফ এ: একটি হেয়ার ক্লিপ নিন। একটি কায়দার স্ট্রেক। চুলের একটা অংশ ঢানদিকে অথবা বাঁ দিকে গোছা করে সরিয়ে আনুন। অথবা সামনের দিকে চুলের গোছা টেনে পিছনের দিকে টেনে একটু ফুলিয়ে ক্রাউনের মত করে পিছনে ক্লিপ দিয়ে আঁটকান। চুল কম হলেও এই কায়দা দারুণ ক্যামোফ্লেজ করতে পারে। এতে চুলের গোছাতে মনে হবে অনেক চুল।
লো পনিটেল: লো পনিটেল সবসময়ই ফ্যাশানে ইন। এটি মেইনটেন করাও সোজা। মাত্র মিনিট খানেক সময় লাগে। প্রথমে চুলে ভাল করে স্প্রে করুন। নীচের দিকে হালকা করে একটা ক্লিপ লাগিয়ে নিন। ব্যস। কমপ্লিট আপনার কেশ সজ্জা।
টপ নট : মাতায় উচু করে একটা পনিটেল বেঁধে ফেলুন। পনি টাকে টুইস্ট করে একটা বান বানান। এবার ভাল করে এতে সাইনিং সেরাম দিন। হয়ে উঠবেন সবার মাঝে একদম আলাদা।
মন্তব্য চালু নেই