জয়ের পথে বাংলাদেশ ‘এ’ দল

ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতেও জ্বলে উঠেছেন নাসির হোসেন, জ্বলে উঠেছেন রুবেল হোসেনও। আর এই দুজনের দারুণ বোলিংয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে জয়ের পথে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশের দেওয়া ২৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫৭ রানেই ৮ উইকেট হারিয়েছে ভারতীয়রা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭.৪ ওভার শেষে ভারতীয়দের সংগ্রহ ৮ উইকেটে ১৬৩ রান। ব্যাট করছেন গুরকিরাত মান ও রুশ কালারিয়া। নাসির ও রুবেল দুজনই ৪টি করে উইকেট নিয়েছেন। জয়ের জন্য ৭৪ বলে ৯০ রান দরকার ভারতীয়দের। আর বাংলাদেশের চাই ২ উইকেট।

এর আগে নাসিরের অপরাজিত ১০২ ও লিটন দাসের ৪৫ রানের সুবাদে ৮ উইকেটে ২৫২ রান করে সফরকারীরা। আজ জিতলেই তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরবে প্রথম ওয়ানডেতে হেরে যাওয়া বাংলাদেশ ‘এ’ দল।



মন্তব্য চালু নেই