জয়ের নায়ক তামিমের ভাষ্য
বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারেননি। সেটা নিয়ে সমালোচনার তীরে বিদ্ধ হন তামিম ইকবাল। সমালোচকরা তামিম ইকবালকে সমালোচনা করার পাশাপাশি তার পরিবারকেও টেনে এনেছে। বিষয়টি খুবই পীড়া দিয়েছে তামিমকে। ফর্মে না থাকায় পাকিস্তান সিরিজে এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েন তিনি।
কিন্তু কোচ চণ্ডিকা হাথুরুসিংহের আস্থা ছিল তামিমের উপর। তিনি স্কোয়াডে রাখেন তামিমকে। কোচের আস্থার দারুণ জবাব দিয়েছেন তামিম। প্রথম ম্যাচে ১৩২ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলকে জেতান। কিন্তু আরেক সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ম্যাচসেরার পুরস্কার জিতে নেন।
রোববার দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ১১৬ রান করেন। তবে আজ আর তার পুরস্কারে কেউ বাগড়া দিতে পারেননি। ৭ উইকেটের দারুণ জয়ের ম্যাচে ম্যাচসেরা হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল।
পুরস্কার নিতে এসে তামিম বলেন, ‘এই সিরিজের আগে আমি আমার সেরা ফর্মে ছিলাম না। কিন্তু এখন সবকিছু আমার পক্ষে আসছে। রান পেতে শুরু করেছি। এখন আমি খুবই খুশি। প্রথম ম্যাচে আমি বেশ চাপে ছিলাম। তবে আজ আমি তেমন চাপে ছিলাম না। আজ আমি আমার মতো করে খেলেছি।’
মন্তব্য চালু নেই