জয়ের দিনে দলের বিপদ ডেকে আনলেন সৌম্য ও ইমরুল কায়েস!

মাত্র ১৯১ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। সেখানেও এই বিপদ। সৌম্য সরকার ও ইমরুল কায়েস বিপদে ফেলেছেন দলকে। বোলার ছিলেন হেরাথ। সৌম্য সরকার ১০ এবং ইমরুল করেন ০ রান।

২২ রানেই দুই উইকেট হারায় বাংলাদেশ। এর আগে সুরঙ্গা লাকমল এবং দিলরুয়ান পেরেরা পিচের মাঝখান দিয়ে রান নিয়ে মাটি নষ্ট করার চেষ্টা করে। দুজনের হাবভাব অন্তত সেটাই বলে।

মোস্তাফিজ দিনের প্রথম ওভার শুরু করেন। চতুর্থ বলে রান নেয়ার সময় দুই ব্যাটসম্যান এই কাজ করেন। অধিনায়ক মুশফিকুর রহিম বিষয়টি আম্পায়ারের নজরে আনেন।

পরের ওভারে আক্রমণে আসেন সাকিব আল হাসান। এবারও একই কাজ করেন লাকমল। মুশফিক আবার আম্পায়ারের কাছে নালিশ দেন। এবার অফিশিয়ালি দুই ব্যাটসম্যানকে সতর্ক করা হয়।

রান নেয়ার সময় কোনো বোলার কিংবা ফিল্ডার উইকেটের মাঝ দিয়ে এমনভাবে চলাফেরা করতে পারেন না, যাতে পিচ নষ্ট হয়। সতর্ক করার পরও এই কাজ করলে শাস্তি কিংবা জরিমানার বিধান আছে।

শ্রীলঙ্কাকে আটকাতে বাংলাদেশের দরকার ২ উইকেট। এরপর টাইগারদের গোটা দিন ব্যাট করতে হতে পারে। এমন সময় পিচ নষ্ট করত পারলে তো লঙ্কানদেরই লাভ!



মন্তব্য চালু নেই