জয়ের জন্যই লড়বে বাংলাদেশ : সাকিব

টেস্টের চতুর্থ ইনিংসে তিন শতাধিক রান তাড়া করে জেতার রেকর্ড কম। সেখানে ৫৫০ রান তাড়া করে জেতার আশা করাটা এক ধরনের বাড়াবাড়িই। তারপরও হাল ছেড়ে দিতে রাজি নয় বাংলাদেশ। জয়ের জন্যই লড়াই করবেন টাইগাররা। এমনটাই জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তিনি বলেন, ‘এই রান তাড়া করে জেতাটা খুবই কঠিন। বিষয়টা জানি। কিন্তু আমরা হাল ছেড়ে দিতে চাই না। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। দেখি কী হয়।’

প্রথম ইনিংসে বাংলাদেশের বাজে ব্যাটিংয়ের বিষয়ে সাকিব বলেন, ‘প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাট করতে পারিনি। কিন্তু ওটা অতীত। আমাদের লক্ষ্য এখন উইকেট বাঁচিয়ে রেখে রান করে যাওয়া। ক্রিকেটে অনেক কিছুই ঘটে। আমরা শেষ দেখতে চাই।’

প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৫৫৭ রান তুলে ইনিংস ছেড়ে দেয় পাকিস্তান। জবাবে বাংলাদেশ অলআউট হয়ে যায় ২০৩ রানে। বাংলাদেশকে ফলোঅন না করিয়ে পাকিস্তানই আবার ব্যাট করতে নামে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৫৫০ রান। এই রান তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে ৬৩ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। হাতে এখনো ৯টি উইকেট রয়েছে। আর দিন বাকি রয়েছে দুটি। এখন দেখার বিষয় বাংলাদেশ কতদূর যেতে পারে।



মন্তব্য চালু নেই