জয়াকে দেশ ছাড়ার হুমকি, অনলাইনে ঝড়

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে “বাংলাদেশের সানি লিওন” আখ্যা দিয়ে তাকে দেশ ছাড়ার হুমকি দিয়েছে জঙ্গিরা-এমন গুজবে ঝড় বইয়ে যাচ্ছে অনলাইনে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখন জয়াকে নিয়ে সরব। অনেকে জয়ার পক্ষে লিখেছেন; আবার কেউ কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।

ভারতের আনন্দবাজার পত্রিকায় রবিবার একটি ‘ভুয়া’ সংবাদ পরিবেশন করা হয়। এ সংবাদের সূত্র ধরেই মূলত অনলাইনে ঝড়ের সূচনা। তবে প্রকৃত ঘটনা হলো এই নিউজের কোনো সত্যতা পাওয়া যায়নি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, জয়া বাংলাদেশের সানি লিওন এই অভিযোগে তাকে অবিলম্বে দেশ ছাড়তে বলা হয়েছে। দেয়া হয়েছে খুনের হুমকিও। বিতর্কটা শুরু হয়েছে রাজকাহিনীর একটি দৃশ্য নিয়ে। এই ছবিতে রুবিনার চরিত্রে অভিনয় করেছেন জয়া। রুদ্রনীল ঘোষের সঙ্গে ছবির একটি দৃশ্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।

তবে আনন্দবাজার সোমবার জানিয়েছে, তাদের খবরটি ভুয়া ছিল। নিছক গুজবের ওপর ভর করে পত্রিকাটি এই খবর পরিবেশন করে। এই খবরের কারণে অনেকে আনন্দবাজারের সমালোচনা করেছেন।



মন্তব্য চালু নেই