জয়নালের বউ হচ্ছেন ভাবনা

প্রথমবারের মতো এমন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন অভিনয় শিল্পী ভাবনা। নাটকের নাম ‘অনুগমন’। রংপুরের আঞ্চলিক ভাষায় নাটকটির চিত্রনাট্য করেছেন মশিউল আলম। পরিচালনা করছেন অনিমেষ আইচ।

ভাবনা জানান, নাটকে আমার চরিত্রের কোন নাম নেই। আমার পরিচয়, আমি জয়নালের বউ। পুরো গল্পে আমাকে ‘বউ’ বলেই ডাকা হয়েছে।

রংপুরের আঞ্চলিক ভাষায় এবারই প্রথম কাজ করবেন তিনি। উত্তরবঙ্গের মেয়ে হিসেবে রংপুরের ভাষায় তার দখলদারিত্বও কিন্তু কম নয়। বাপের বাড়ি নিলফামারী। আমি ঢাকায় বড় হলেও রংপুরের ভাষার সঙ্গে পরিচিত। দাদী-ফুফুরা এই ভাষায় কথা বলেন। ভাষাটা নিয়ে আমরা খুব মজা করি।



মন্তব্য চালু নেই