জয়টিকে ‘মাচ নিডেড’ বললেন মিসবাহ

বহুকাক্সিক্ষত জয়, বহুকাক্সিক্ষত জয়। এই শ্লোগানই হয়তো শোনা যাবে পাকিস্তানের কোচ ওয়াকার ইউনিস, অধিনায়ক মিসবাহ-উল-হকসহ দলের সব খেলোয়াড়ের মুখে।

ওয়ানডে সিরিজে বাংলাওয়াশ। সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতেও বড় ব্যবধানে হার। আবার খুলনায় প্রথম টেস্টেও জয়হীন, অর্থাৎ ম্যাচটি শেষ হয়েছে ড্রয়ে। তাই একটি জয়ের খোঁজে ঢাকা টেস্টে নিজেদের সেরাটা ঢেলে দিতে মুখিয়ে ছিলেন পাকিস্তানের খেলোয়াড়রা। হ্যাঁ, সেটা বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছেন সফরকারীরা। তুলে নিয়েছেন ৩২৮ রানের বড় জয়। তাই জয়টিকে ‘মাচ নিডেড’ (বহুকাক্সিক্ষত) বললেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিসবাহ বলেন, ‘এ জয়টা আমাদের জন্য ছিল বহু প্রতীক্ষার। দলের সবাই তাদের নিজেদের সেরাটা ঢেলে দিয়েছে। অসাধারণ পারফরম্যান্স। সিরিজ জিতে সত্যিই ভালো লাগছে।’

ঢাকা টেস্টের প্রথম ইনিংসটি বাংলাদেশের জন্য যেমন হতাশার। পাকিস্তানের জন্য সেটা ছিল গুরুত্বপূর্ণ। তা ফুটে উঠেছে মিসবাহর ভাষ্যেও, ‘দ্বিতীয় টেস্টে আমরা টসে হেরেছি। প্রথম ইনিংসের প্রথম সেশনটা আমাদের জন্য ছিল গুরুত্বপূর্ণ। ইউনুস খান ও আজহার আলীর ব্যাটে ভর করেই আমরা জিতেছি। এ ছাড়া ইয়াসির শাহও ভালো বোলিং করেছে। তাদের প্রশংসা করতেই হয়।’

টি-টোয়েন্টির পর ওয়ানডে থেকেও অবসর নিয়েছেন মিসবাহ। তবে দলে যারা আছেন, তাদের নিয়ে আশাবাদী পাকিস্তানের টেস্ট অধিনায়ক, ‘আমি এখন পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অংশ নই। তবে তরুণরা পাকিস্তানকে এগিয়ে নিয়ে যাবে, এমন আশায় বুক বেধে আছি। সামনেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। আশা করছি, আমরা ভালো করব। তবে আমি সবচেয়ে খুশি হয়েছি এই ভেবে যে, আমাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে।’

সব শেষে বাংলাদেশের প্রশংসা করতে ভুল করেননি মিসবাহ। তিনি বলেন, ‘প্রত্যেকের উচিত, বাংলাদেশকে অভিনন্দন জানানো। এই সিরিজে সত্যিই তারা ভালো ক্রিকেট খেলেছে। প্রথম টেস্ট ড্র করা ছিল জয়ের মতোই। তাই দ্বিতীয় টেস্টে আমরা সতর্ক ছিলাম। শেষ পর্যন্ত জয় পেয়ে আমরা উচ্ছ্বসিত। এই জয়টি আমাদের জন্য খুবই প্রয়োজন ছিল।’



মন্তব্য চালু নেই