জ্যোৎসনা মাখা রাতে
জ্যোৎসনা মাখা রাতে
আরিফুল ইসলাম জয়
জ্যোৎসনা মাখা চাদের আলো একটু বেঁকে ডানে,
ও চাঁদনি বল না তুই সখীর কানে কানে।
ভালবাসি তাকে আমি দুয়ার খুলতে বল,
আর কত দেখাবে আমায় চোখের আষাঢ় ঢল?
ফিসফিসিয়ে বল না তারে জানলা কাছে আয়,
ছন্দে ছন্দে কোমর দুলিয়ে মৃদু মৃদু পায়।
গলায় তার পুঁতির মালা মানায় দারুন বেশ,
এলোমেলো থাক না তার গহীন বনের কেশ।
কোমল পায়ে আলতা মেখে রাঙিয়ে নিতে বল,
লাল শাড়িতে মানায় ভাল, বল না এবার চল।
পুকুর ঘাটে জলের পরে পরবে সখীর ছায়া,
মনের ঘরে বুনবো আমি তারই রুপের মায়া।
ঘুড়বো দুজন শ্যামলপথে হাতে রেখে হাত,
চোখে চোখে বলবো কথা হয়ে যাবে প্রভাত।
মন্তব্য চালু নেই