জোয়ারে ভেসে আসা হরিণ শাবক উদ্ধার

ভোলার মনপুরা উপজেলার আলমবাজার এলাকায় জোয়ারে পানিতে ভেসে আসা একটি হরিণ শাবক উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে উপজেলার আলমবাজার সংলগ্ন পাকা সড়কে কুকুরের আক্রমণ থেকে হরিণটি উদ্ধার করেন উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জুয়েল। পরেএ শাবকটিকে উপজেলা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সুকুমার চন্দ্র শীল বলেন, অতি জোয়ারের পানির চাপে হরিণ শাবকটি ভেসে আসে। পরে এটি আলম বাজার বনে অবমুক্ত করা হয়।



মন্তব্য চালু নেই