জোলির মতো হতে চান টেইলর সুইফট

পপ তারকা টেইলর সুইফটের খ্যাতি এখন বিশ্বজোড়া। একের পর হিট গান উপহার দিয়ে চলেছেন এ গায়িকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ গায়িকাকে জিজ্ঞেস করা হয় সামনে দশ বছরে নিজেকে কোন পর্যায়ে দেখতে চান তিনি। জবাবে ‘ব্যাড ব্লাড’ খ্যাত এ তারকা জানান, তার আদর্শ হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এবং তিনি তার মতোই করেই জীবন সাজাতে চান।

২৫ বছর বয়সি সুইফট জানান, যখন তার বয়স ৩০ হবে তখন তিনি বিয়ে করবেন। কিন্তু সন্তান লালন পালনের ব্যাপারে খুবই চিন্তিত এ তারকা। কারণ আর কিছু নয় তার তারকা খ্যাতি।

তারকা খ্যাতি এবং সন্তান বড় করার ব্যাপারে সুইফট জানান, তিনি অ্যাঞ্জেলিনা জোলিকে প্রতিনিয়ত দেখছেন। কীভাবে তিনি এবং তার স্বামী ব্র্যাড পিট তারকাখ্যাতির বাইরে তাদের ছেলেমেয়েকে বড় করছেন।



মন্তব্য চালু নেই