জোর করে ব্যালট ছিনিয়ে নৌকা প্রতীকে সিল

কামরুজ্জামান শাহীন, ভোলা: দ্বিতীয় দাপের ইউপি নির্বাচনে ভোলায় ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হলেও ১২টি ইউনিয়নেই ভোট দিতে আসা ভোটারদের কাছ থেকে জোড় করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা প্রতিকে সিল মেরে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে নৌকার প্রতিকের এজেন্টদের বিরুদ্ধে।

বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীগন জানায়,সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হলে ভোটারদের উপস্থিতি বেড়ে যায়। ১২ ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীগন জানায়, কেন্দ্রগুলোতে ঘুরে দেখা গেছে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর সমর্থিত এজেন্ট ও বহিরাগতরা প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাদের সহযোগিতায় ভোটাদের কাছ থেকে ব্যালট নিয়ে নৌকা প্রতিকে সীল মেরে বাক্সে ফেলছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন ইউনিয়নে থেকে এমন অভিযোগ আসছে বলে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীগন ও তাদের নিয়ন্ত্রন কক্ষ সূত্র জানিয়েছে।

এদিকে এসব অভিযোগের ব্যাপারে আ’লীগ সমর্থিত চেয়ারম্যার প্রার্থীগন বলেন, ভোট সুষ্ঠ ও সুন্দর ভাবেই চলছে কোন অভিযোগ নেই।



মন্তব্য চালু নেই