সিনসিনাতি ওপেন
জোকারকে হারিয়ে প্রতিশোধ নিল রজার
সার্বিয়ান নোভাক জকোভিচকে হারিয়ে সিনসিনাতি ওপেনের শিরোপা জিতে নিল সুইস সুপার স্টার রজার ফেদেরার। একই সঙ্গে উইম্বলডনের ফাইনালে হারের মধুর প্রতিশোধও নিল ফেড এক্সপ্রেস।
বাংলাদেশ সময়ে রোববার গভীর রাতে জকোভিচকে স্ট্রেট সেটে (৭-৬, ৬-৩ ) হারিয়ে চ্যাম্পিয়নের মালা পরে নিলেন ফেড এক্সপ্রেস৷ ম্যাচে প্রথম সেট জেতার পর ফেডেরারকে ধরাই যায়নি আর৷
এর আগে অ্যান্ডি মারেকে ৬-৪, ৭-৬ (৮-৬ ) হারিয়ে ফাইনালে উঠেছিলেন ফেদেরার৷ অন্য সেমিফাইনালে আলেকজান্ডার ডোলগোপোলোভকে ৪ -৬ , ৭ -৬ (৭ -৫ ), ৬ -২ হারিয়ে ফাইনালের টিকিট পান নোভাক জকোভিচও৷
ফলে ফাইনালে মুখোমুখি হন ফেডেক্স বনাম জোকার৷ উইম্বলডনের মতো৷ সিনসিনাটিতে শেষ হাসি অবশ্য ফেডেক্সের৷
বিশ্বের দুই নম্বর হিসেবে গত সন্তাহে ফেডেক্সকে সরিয়েছিলেন মারে৷ কিন্ত্ত রবিবার ১ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইয়ে দুর্দান্ত ফর্মে থাকা ফেডেরারের কাছে প্রথম সেটে কার্যত দাঁড়াতেই পারলেন না মারে৷ ফাইনালে জকোভিচও পারলেন না৷
মন্তব্য চালু নেই