জেল হতে পারে সানির

মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম বিভাগে নিজের স্টেটমেন্ট রেকর্ড করতে হলো সানি লিওনকে। অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একজন গৃহবধূ ১৪ মে তার বিরুদ্ধে একটি এফ আই আর দায়ের করেন।

সানি2অঞ্জলি বিনোদ পলান অভিযোগ করেন, সানির ওয়েবসাইট অশ্লীলতা প্রচার করছে এবং সমাজের ওপর খারাপ প্রভাব ফেলছে। সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতার অভিযোগে থানায় হাজিরাও দিয়েছেন বলিউড বম্বশেল।

শুধু ওয়েবসাইট নয়- তিনি বলেছেন‚ সানি যে সব হিন্দি ছবিতে অভিনয় করেন সেগুলো পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বসে দেখা যায় না। এই সব ছবি আর ভিডিও দেখে ধর্ষণের প্রবণতা, অপাপ্তদের যৌনচর্চা এবং বিকৃত রুচির বহিঃপ্রকাশ বাড়তে পারে। একজন সচেতন নাগরিক হিসেবেই সানির কঠিন শাস্তির দাবীতেই সোচ্চার হয়েছেন অঞ্জলি।

অভিযোগ প্রমাণিত হলে ৫ বছরের জেল হতে পারে সানির। যদিও বিবৃতিতে সানি বলেছেন, ‘ভারতীয় সংস্কৃতি ও সভ্যতাকে শ্রদ্ধা করি আমি।’গোলাপী ঠোঁট নিয়ে আসছেন সানি



মন্তব্য চালু নেই