জেলে বসে সঞ্জয়ের আয় ৪৪০ রুপি!

বলিউডের সুপারস্টার সঞ্জয় দত্ত যার সিনেমা কোটি কোটি টাকা আয় করে, তার ৩.৫ বছরের আয় মাত্র ৪৪০ রুপি! আজ পুনের একটি কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছেন সঞ্জয় দত্ত।

৫৬ বছর বয়সী এই মুন্নাভাই খ্যাত তারকা ৪২ মাস পর জেল থেকে আজ মুক্তি পাবেন। ১৯৯৩ সালের করা এক মামলায় ৫ বছরের কারাদণ্ড দেয়া হলে সঞ্জয় দত্তকে কারাঘরে পাঠানো হয়।

ভারতীয় কারাগারে দোষী সাব্যস্তদের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। তাদের কাগজের ব্যাগ ও খাম তৈরি করতে দেয়া হয়। এতে দক্ষ শ্রমিকদের বেতন ৫৫ টাকা, যারা একটু কম দক্ষ তাদের দেয়া হয় ৫০ টাকা এবং যারা একেবারে নতুন করে কাজ শুরু করেন তাদের দেয়া হয় ৪৫ টাকা।

প্রতি ১০০ ব্যাগ তৈরি করার জন্য ৪৫ টাকা এবং প্রতি ১০০০ খাম তৈরি জন্য তাকে ৫০ টাকা করে দেয়া হয়। গত সারে তিন বছরে সঞ্জয় দত্ত সে হিসেবে ৪৪০ রুপি আয় করতে পেরেছেন। তাই আজ জেল থেকে মুক্তি দেয়ার সময় তাকে তার প্রাপ্য ৪৪০ টাকা দিয়ে দেয়া হবে।–সুত্র: মিড ডে।



মন্তব্য চালু নেই