জেলে বসেই স্ত্রীর জন্য তাজমহল
ভালোবাসার স্মৃতিসৌধ আরো একবার তৈরি হলো। সেটা আর কোথাও নয় একটি কারাগারে। জেলের ৩ ফুট বাই ৬ ফুটের একটি সেলে। স্ত্রীকে ভালোবেসে শাহজাহান যেমন তাজমহল বানিয়েছিলেন তেমনি ফ্রান্সের নাগরিক আলবার্ট পাসকালও তার স্ত্রীর জন্য তাজমহল বানালেন। তবে সেটা কি দিয়ে বানানো হয়েছে জানেন? দেশলাইয়ের কাঠি দিয়ে। অবাক হচ্ছেন? কিন্তু এটাই সত্যিই।
২ কেজি আঠা আর ৩০ হাজার দেশলাইয়ের কাঠি দিয়ে তিনমাস নাওয়া খাওয়ায়া ছেড়ে তাজমহলকে সযত্নে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন আলবার্ট। নিজের স্ত্রীর জন্যই ২ বছর ধরে এই শিল্পসৃষ্টিকে রূপ দেওয়ার কথা ভেবেছেন তিনি।
২০১৪ সালে নেপাল সীমান্ত থেকে ধরা পড়েছিলেন আলবার্ট পাসকাল। তারপর থেকে ভারতের উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলায় ২ বছর ধরে জেল খাটছেন তিনি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ। কারাগারের অন্তরালে থেকেই স্ত্রীর জন্য ভালোবাসার তাজমহল গড়লেন তিনি।
মন্তব্য চালু নেই