জেলেও সঞ্জয়ের হিরোগিরি!

সিনেমার হিরোরা যেখানেই যান না কেন, হিরোই থাকেন। এবং জেলে গিয়েও বদলায় না হিরোদের হিরোগিরি। অন্তত সেটাই প্রমাণ করলেন সঞ্জয়।

বেশ কিছু মাস ধরেই জেলে আছেন সঞ্জয় দত্ত। জেলের অন্দরে দিন দিন ভেঙে যাচ্ছিল তাঁর পেশিবহুল সুঠাম শরীর। কিন্তু ইয়ারবাড়া জেলের কড়া শাসন, কোনও ধরণের ব্যায়ামের জিনিস আনা যাবে না জেলের ভেতরে! কিন্তু উপায় না পেয়ে চুপচাপ বসে থাকার লোক নয় সঞ্জয়। কারণ শরীরচর্চা তাঁর নেশার মতো।

অগত্যা সঞ্জয় মগজ খাটালেন প্ল্যানে। জেলের ভেতরের জিনিস দিয়েই শুরু করে দিলেন জিমের মতো ব্যায়াম। জানা গিয়েছে, রোজ দু’ বালতি জল হাতে নিয়ে জেলের চৌহদ্দিতে জগিং করেন সঞ্জয়। ডন বৈঠকও দেন নিয়ম করে। জল ভরা বালতি দিয়েই সেরে ফেলেন ওয়েট লিফ্টিং। নিজের বাইসেপকে ঠিকঠাক রাখার জন্যই সঞ্জয়ের এই নতুন কায়দায় ব্যায়াম।

শোনা গিয়েছে, শুধু নিজেই নয়, জেলে থাকা অন্যান্য বন্দীদেরও উৎসাহী করে তুলছেন ব্যায়ামে।



মন্তব্য চালু নেই