জেনে নিন, ভয়ংকর আট ধরনের স্বপ্ন এবং এগুলোর অর্থ!
স্বপ্ন কখনো কখনো আপনার অবস্থাকে নির্দেশ করে। স্বপ্ন নিয়ে জল্পনা কল্পনা বহুকাল আগে থেকে। স্বপ্ন মানুষ কেন দেখে, কোন স্বপ্নের কী ব্যাখ্যা—এগুলো নিয়ে জানার আগ্রহের শেষ নেই। মনোবিদরা বহুকাল ধরে স্বপ্নের অর্থ খোঁজার চেষ্টা করে আসছেন।
মনোবিদ ও স্বপ্ন বিশেষজ্ঞ আইয়ান ওয়ালেসের পরামর্শ নিয়ে ইনডিপেনডেন্টে প্রকাশিত হয়েছে প্রচলিত আট ধরনের স্বপ্ন ও তার ব্যাখ্যা। আইয়ান ৩০ বছর ধরে ১৫ লাখ স্বপ্ন নিয়ে এই গবেষণা করেছেন।
১. একটি অব্যবহৃত ঘরে নিজেকে দেখা
কোনো বাড়ির একটি অবব্যহৃত ঘর স্বপ্নের মধ্যে দেখা আপনার চরিত্রের আলাদা দৃষ্টিভঙ্গী বা অবিকশিত একটি বিষয়কে নির্দেশ করে। একটি অব্যবহৃত ঘর দেখা মানে আপনার মধ্যে এমন এক বৈশিষ্ট্য বা গুণ আছে যেটি সম্বন্ধে আপনি আগে কখনো জানতেন না।
কী করবেন
বিশেষজ্ঞের মতে, স্বপ্নের এই অপ্রকাশিত প্রতিভাকে খোঁজার জন্য সময় ব্যয় না করে, ভালো হয় আপনি যদি জীবনের চলার পথে অন্য দরজা দিয়ে বেরিয়ে যান।
২. অনিয়ন্ত্রিত গাড়ি
এর মানে একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে আপনার জীবনের। তবে সফলতা অর্জনের জন্য আপনার নিজের প্রতি নিয়ন্ত্রণ নেই।
কী করবেন
অবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। নিয়ন্ত্রণ কীভাবে করা যাবে এর জন্য মূল বিষয়গুলোকে ভাবুন। মানে জীবনের লাগাম টানুন।
৩. পড়ে যাওয়া
আপনি জীবনে কোনো অবস্থায় খুব শক্তভাবে আটকে আছেন। এখান থেকে শিথিলতা চাচ্ছেন এবং চলে যেতে যাচ্ছেন।
কী করবেন
নিজেকে বিশ্বাস করুন। ভাবুন সবকিছুই প্রাকৃতিক নিয়মেই তার জায়গা করে নেবে।
৪. উড়ছেন
উড়তে দেখা মানে, অবস্থা থেকে নিজেকে মুক্তি দেওয়া। কোনো অবস্থায় হয়তো আপনি আটকে গেছেন। যেখান থেকে নিজেকে মুক্তি দিতে পেরেছেন।
কী করবেন
জীবনে চলার পথে অবস্থা যদি বেশি কঠিন হয়ে পড়ে বা খুব ভারী দায়িত্ব মাথায় চেপে বসে মুক্তি তো খুঁজতেই হবে। নয় কী?
৫. পরীক্ষার প্রস্তুতি নেই
পরীক্ষা মানে নিজের পারফর্মকে বিচার করার সময়। এর মানে জীবনের পথে আপনি কিছু কঠিন পরীক্ষা দিচ্ছেন।
কী করবেন
নিজের কাজগুলোকে একবার আবার বিশ্লেষণ করে নিন। নিজের কাজকে বিচার করুন।
৬. টয়লেট খুঁজে পাচ্ছেন না
টয়লেট জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো জীবনের প্রয়োজনীয় জিনিসের জন্য আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন।
কী করবেন
অন্যের চাহিদার চেয়ে আপনি নিজে কী চান এর প্রতি মনোযোগ দিন।
৭. দাঁত পড়ে যাচ্ছে
দাঁত হলো আত্মবিশ্বাসের প্রতীক। তবে কোনো অবস্থার জন্য হয়তো আপনার আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে যাচ্ছে।
কী করবেন
বিশ্বাস হারানোর আগে বিষয়টিকে একবার ভালোভাবে ভাবুন এবং একে চ্যালেঞ্জ হিসেবে নিন।
৮. ধাওয়া করছে কেউ
এর মানে জীবনে চলার পথে আপনি কিছুর মুখোমুখি হচ্ছেন বা হতে যাচ্ছেন। তবে ঠিক জানেন না বিষয়টি কী।
কী করবেন
বিষয়টি আপনার জন্য ভালো সুযোগ নিয়ে আসতে পারে। অ-অনুধাবিত প্রতিভাকে বের করে আকাঙ্ক্ষাকে পূর্ণ করুন।
মন্তব্য চালু নেই