জেনে নিন- ব্যবহৃত টি ব্যাগের দারুন উপকারিতা

চায়ের উষ্ণ কাপে চুমুক দিতে কে না ভালোবাসে? ক্লান্তি তাড়িয়ে নিজেকে চাঙ্গা করতে এককাপ চা সত্যিই তুলনাহীন। কিন্তু চায়ের লিকার নেয়ার পর তার আর উপযোগীতা নেই ভেবে ফেলে দেয়া হয়। আপনি কি জানেন, এই ফেলনা টি ব্যাগেও পেতে পারেন দারুন সব উপকার। আসুন তাহলে জেনে নিই..

পোকা-মাকড়ের বিষ সারাতে

চায়ের এন্টি-ইনফ্লেমাটরি ও এন্টি-এলিয়াসিং উপাদান পোকা-মাকড়ের কামড় কামড়ালে জ্বালা-পোড়া কমিয়ে দেয়। পাশাপাশি চুলকানি, লালভাবও কমিয়ে দেয়। যেখানে কামড় দিয়েছে সেখানে ১০ মিনিট একটি ব্যবহার করা টি ব্যাগ রেখে দিন, উপকার পাবেন।

মাড়ির রক্তপাত ও ব্যথা কমাতে

অনেকেরই দাঁতের মাড়ি দিয়ে রক্তপাত হয় ও সাথে থাকে খুব ব্যথা। এই রক্তপাত ও ব্যথা কমাতে মাড়ির সমস্যায় আক্রান্ত জায়গায় ব্যবহার করা টি ব্যাগ দিয়ে মুখ দিয়ে চেপে রাখুন। চায়ের প্রাকৃতিক উপাদান মাড়ির রক্তপাত ও ব্যথা কমাতে সাহায্য করবে।

সাদা কাপড় রঙিন করতে

সাদা কাপড়কে রঙিন করতে পারেন ফেলনা টি ব্যাগ দিয়ে। একটি পাত্রে গরম পানি ফুটিয়ে তার মধ্যে কয়েকটি টি ব্যাগ ছেড়ে দিন। তারপর সাদা কাপড়টি ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন।

চুলের উজ্জ্বলতা বৃদ্ধি

নিস্তেজ ও প্রাণহীন চুলের উজ্জলতা ফিরিয়ে আনতে চা পাতি খুবই উপকারী। কয়েকটি টি ব্যাগ পানিতে ফুটিয়ে নিন। তারপর সেই পানি ঠাণ্ডা করে আপনার চুলের গোঁড়া থাকে চুলের শেষ প্রান্ত পর্যন্ত লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে পান মনের মতো চুল।

পায়ের দুর্গন্ধ তাড়াতে

অনেকের পায়েই গন্ধ হয়ে থাকে যা খুব অস্বস্তিকর। এই সমস্যা থেকে বাঁচার একটি সহজ উপায় হল ব্যবহার করা টি ব্যাগ পানিতে ফুটিয়ে সেই পানি কিছুটা ঠাণ্ডা করে তাতে পা ভিজিয়ে রাখুন ২০ মিনিট। দেখবেন পায়ের বাজে গন্ধ গায়েব হয়ে যাবে এবং ব্যাকটেরিয়াও ধ্বংস হবে।



মন্তব্য চালু নেই