জেনে নিন, বাংলা অর্থ সহকারে ১৪০টি গুরুত্বপূর্ণ ইংরেজি প্রবাদ বাক্য

বাংলা অর্থ সহকারে ১৪০টি গুরুত্বপূর্ণ ইংরেজি প্রবাদ বাক্য (PROVERBS)

1) A bad workman quarrels with his tools. ➫নাচতে না জানলে উঠান বাঁকা।

2) A bird in hand is worth two in the bush. ➫গাছের দশটা থেকে পাতের একটাই ভাল ।

3) A burnt child always fears fire.
➫ ন্যাড়া একবারই বেলতলায় যায়।/ঘরপোড়া গরু
সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় ।

4) A cat has nine lives.
➫ কই মাছের প্রাণ শক্ত বড়।

5) A cat loves fish but is loath to wet her feet.
➫ ধরি মাছ না ছুঁই পানি।

6) A drowning man catches at a straw.
➫ ডুবন্ত মানুষ খড়কুটো পেলেও আঁকড়ে ধরে ।

7) A little learning is a dangerous thing.
➫ অল্পবিদ্যা ভয়ঙ্করী ।

8) A stitch in time saves nine.
➫ সময়ের এক ফোঁড়,অসময়ের দশ ফোঁড়।

9) A tree is known by its fruit.
➫ ফলেই পরিচয়।

10) Adversity often leads to prosperity.
➫দুর্ভাগ্যই অনেক স্থানে সৌভাগ্যের মূল।

11) After cloud comes fair weather.
➫ দুঃখের পর সুখ আসে।

12) After death comes the doctor.
➫ চোর পালালে বুদ্ধি বাড়ে।

13) After meat comes mustard.
➫ নুন আনতে পান্তা ফুরায় ।

14) After sweetmeat comes sauce.
➫ যত হাসি,তত কান্না।

15) All covet,all lost.
➫ অতি লোভে তাঁতি নষ্ট ।

16) All feet tread not in one shoe.
➫ নানা মুনির নানা মত ।

17) All his geese are swans.
➫ নিজের জিনিস সকলেই ভাল দেখে।

18) All that glitters is not gold.
➫ চক্ চক্ করলেই সোনা হয় না ।

19) All’s well that ends well.
➫ শেষ ভাল যার,সব ভাল তার।

20) As is the evil,so is the remedy.
➫ যেমনি বুনো ওল,তেমনি বাঘা তেঁতুল।/যেমন
কুকুর,তেমন মুগুর ।

21) As you sow, so shall you reap.
➫ যেমন কর্ম,তেমন ফল ।

22) Bachelor’s wife and maid’s children are
always well taught.
➫ মাথা নেই,তার মাথা ব্যথা!

23) Barking dogs seldom bite.
➫ যত গর্জে,তত বর্ষে না ।

24) Before you marry,be sure of a house where in to tarry.
➫ বিয়ে করতে কড়ি আর ঘর বাঁধতে ছড়ি।

25) Beggar may sing before a pick-pocket. ➫ ন্যাংটার নেই বাটপারের ভয়।

26) Beggars must not be choosers.
➫ ভিক্ষার চাল কাঁড়া আর আঁকাড়া।

27) Better alone than in bad company.
➫ কুসঙ্গে থাকার চেয়ে একা থাকা ভাল।

28) Better an empty house than an ill tenant.
➫ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল।

29) Birds of a same feather flock together. ➫ চোরে চোরে মাসতুতো ভাই।

30) Black will take no other hue.
➫ কয়লা ধুলেও ময়লা যায় না ।

31) To Build castle in the air.
➫ আকাশ কুসুম রচনা করা।

32) Call a spade a spade.
➫ স্পষ্টাস্পষ্টি কথা বলা।

33) Carry coal to Newcastle.
➫ তেলে মাথায় তেল দেওয়া।

34) Cast pearls before swine.
➫ উলু বনে মুক্তা ছড়ানো।

35) Charity begins at home.
➫ আগে ঘর,তবে তো পর ।

36) Cheap goods are dear in the long run ➫ সস্তার তিন অবস্থা।

37) Child is father to the man.
➫ উঠন্তি মুলো পত্তনেই চেনা যায়।

38) Cut off one’s nose to spite one’s face. ➫ নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা।

39) Cut your coat according to your cloth. ➫ আয় বুঝে ব্যয় কর।

40) Devil would not listen to the scripture./ You can’t reform a rogue.
➫ চোরে না শুনে ধর্মের কাহিনী।

41) Diligence is the mother of good luck.
➫ পরিশ্রমই সৌভাগ্যের মূল ।

42) Diligence is the mother of good luck./
Industry is the mother of success. ➫ পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি।

43) Do or die./Risk all to win.
➫ মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।

44) Empty vessels sound much.
➫ শূন্য কলসী বাজে বেশি।

45) Empty vessels sound much./Too much talk ends nothing.
➫ অসারের তর্জন গর্জনই সার।/শূন্য কলসী বাজে বেশি।

46) Every man is for himself.
➫ চাচা আপন প্রাণ বাঁচা।

47) Everybody’s business is nobody’s business.
➫ ভাগের মা গঙ্গায় পায় না।

48) Example is better than precept.
➫ উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভাল ।

49) Familiarity breeds contempt.
➫ বেশি মাখামাখি করলে মান থাকে না।

50) Faults are thick where love is thin.
➫ যাকে দেখতে নারি , তার চলন বাঁকা।

51) Fine words butter no parsnips.
➫ মিষ্টি কথায় চিড়ে ভিজে না।

52) Fools rush in where angels fear to tread.
➫ হাতি ঘোড়া গেল তল,পিঁপড়া বলে কত জল।/বিজ্ঞ যেথা ভয় পায়,অজ্ঞ সেথা আগে ধায়

53) Give him an inch and he’ll take an ell. ➫ লাই দিলে কুকুর মাথায় ওঠে।/বসতে পেলে শুতে চায়।

54) Give me roast meat and beat with the spit.
➫ পেটে খেলে পিঠে সয়।

55) God helps those who help themselves. ➫ ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করে ।

56) God helps those who help themselves. /God favours those who spare no pairs.
➫স্বাবলম্বী লোকদের ঈশ্বর সাহায্য করেন।

57) Good wine needs no bush.
➫ চেনা বামুনের পৈতা লাগে না।

58) Grapes are sour.
➫ আঙ্গুর ফল টক।/পেলো না,তাই খেলো না।

59) Grasp all,lose all.
➫ অতি লোভে তাঁতী নষ্ট।/লোভে পাপ,পাপে মৃত্যু।

60) Great boast,small roast.
➫ ফ্যান দিয়ে ভাত খায়,গল্পে মারে দই।

61) Handsome is as handsome does.
➫ সুন্দর তাই,যা সুন্দররা করে।

62) Harm hatch,harm catch.
➫ পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে ফলে।/পরের জন্য খাল কাটতে গেলে সেই খালে নিজেকেই আগে পড়তে হয়।

63) Harm watch, harm catch.
➫ ভয় করলে ভয় আপনি এসে পড়ে।

64) He who has nothing to spare must not keep a dog.
➫ আপনি শুতে ঠাঁই পায় না,শঙ্করাকে ডাকে।

65) He who spits against the wind spits against his own face.
➫ আকাশের দিকে থুথু ফেললে আপনার গায়েই লাগে।

66) Honesty is the best policy.
➫ সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।

67) Hunger gives taste to foods.
➫ ক্ষুধা পেলে বাঘে ধান খায়।

68) Hunger is the best sauce.
➫ খিদে থাকলে আলুনিও রোচে ।

69) Ill got,ill spent.
➫ পাপের ধন প্রায়শ্চিত্তে যায় ।

70) Indolence is the mother of poverty.
➫ কুঁড়ের অন্ন হয় না।

71) It takes time to get used to things.
➫ অনভ্যাসের ফোঁটা কপালে চড়চড় করে।

72) It takes two to make a quarrel.
➫ এক হাতে তালি বাজে না।

73) Keep the shop, and the shop will keep thee.
➫ যাকে রাখ,সেই রাখে।

74) Leopard cannot change its spats.
➫ ইল্লোত যায় না ধুলে,স্বভাব যায় না মলে।

75) Let bygones be bygones.
➫ গতস্য শোচনা নাস্তি ।

76) Like father,like son.
➫ যেমনি বাপ,তেমনি বেটা।/বাপকা বেটা, সিপাইকা ঘোড়া।

77) Look before you leap.
➫ ভাবিয়া করিও কাজ ।/দেখেশুনে পা বাড়াও।

78) Make a mountain of a mole hill.
➫ তিলকে তাল করা।

79) Make the best of an opportunity./Make hay while the sun shines./Strike when the iron is hot.
➫ ঝোপ বুঝে কোপ মার।

80) Man proposes,God disposes.
➫ মানুষ ভাবে এক,হয় আরেক।

81) Many a little make a mickle.
➫ রাই কুড়াতে কুড়াতে বেল হয়।

82) Many drops make a shower.
➫ বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়।

83) Many men,many minds.
➫ যত মানুষ,তত মত ।

84) Might is right.
➫ জোর যার,মুলুক তার।

85) Misfortune never comes alone.
➫ বিপদ কখনো একা আসে না।

86) Necessity is the mother of invention.
➫ প্রয়োজনই আবিস্কারের প্রসূতি।

87) Necessity knows no law.
➫ আতুরে নিয়ম নাস্তি।/প্রবাসে নিয়মে নাস্তি।/
প্রয়োজন কোন আইন মানে না।

88) Nero fiddles while Rome burns.
➫ কারো পৌষমাস,কারো সর্বনাশ।

89) No pains,no gains.
➫ কষ্ট না করলে কেষ্ট মেলে না ।

90) No smoke without fire.
➫ কিছু রটে তো কিছু বটে।

91) None can control a woman’s tongue.
➫ অবলার মুখই বল।

92) Nothing succeeds like success.
➫ সফল হলে লোকে সফল বলে ।

93) the times, O the manners
➫ সে রামও নেই,সে রাজত্বও নেই ।

94) Oil your own machine.
➫ আপন চরকায় তেল দাও ।

95) One beats the bush,another catches the bird./One sows another reaps.
➫ যার ধন তার ধন নয়,অন্যে খায় দই।/ডিম পাড়ে হাঁসে,খায় বাঘডাশে।

96) One doth the scath, another hath the scorn.
➫ উদোর পিন্ডি বুধোর ঘাড়ে।

97) One swallow does not make a summer. ➫ এক মাঘে শীত যায় না।

98) One swallow does not make a summit.
➫নামমাত্র প্রমাণে সত্য নির্ণয় নির্বোধের কাজ ।

99) One thorn drives away another.
➫ কাঁটা দিয়ে কাঁটা তোলা।

100) Pair of devoted friends.
➫ অন্তরঙ্গ বন্ধুদ্বয়।

101) Penny wise,pound foolish.
➫ বজ্র আঁটুনি ফস্কা গেরো।

102) Practice makes perfect.
➫ ঘষতে ঘষতেই ধার ওঠে।/গাইতে গাইতে গায়েন।

103) Pride goeth before a fall.
➫ অতি দর্পে হত লঙ্কা।/অহংকার পতনের মূল।

104) Rome was not built in a day.
➫ রোম সাম্রাজ্য একদিনে তৈরি হয় নি।/বড় কাজ এক নিমেষে হয় না ।

105) Self help is the best help
➫ বল্ বল্ বাহু বল্।

106) Shallow knowledge turns one’s head. ➫ অল্প বিদ্যা ভয়ঙ্করী।

107) Some have the hop,some stick in the gap.
➫ কারো পৌষমাস,কারো সর্বনাশ।

108) Something is better than nothing.
➫ নাই মামার চেয়ে কানা মামা ভাল।

109) Spend within your means.
➫ আয় বুঝে ব্যয় কর।

110) Strike the iron while it is hot.
➫ ঝোপ বুঝে কোপ মার।

111) The child is father to the man.
➫ উঠতি মূলো পত্তনেই চেনা যায় ।

112) The near the church,the further from God.
➫ আলোর নিচেই অন্ধকার।/প্রদীপের নিচে আঁধার।

113) The very ruin of greatness are great. ➫ মরা হাতির দাম লাখ টাকা।/হাতি বাঁচলেও লাখ টাকা,মরলেও লাখ টাকা।

114) There is many i slip between the cup and the lip.
➫ না আঁচলে বিশ্বাস নেই ।

115) Tit for tat.
➫ যেমন কর্ম,তেমন ফল।/ইটটি মারলে পাটকেলটি খেতে হয়।

116) To add fuel to the fire.
➫ আগুনে ঘৃতাহুতি দেওয়া।/এমনিই ছাই,তার উপরে বাতাস।

117) To be forewarned is to be forearmed. ➫ সাবধানের মার নেই।

118) To blow hot and cold in the same breath.
➫ এক মুখে দুই কথা।

119) To break a butterfly upon a wheel.
➫ মশা মারতে কামান দাগা।

120) To cast pearls before swine.
➫ উলুবনে মুক্তা ছড়ানো।

121) To count one’s chickens before they are hatched.
➫ কালনেমির লঙ্কা ভাগ। (গাছে কাঁঠাল,গোঁফে তেল।)

122) To err is human./To men is error.
➫ মানুষ মাত্রই ভুল করে।

123) To make mountain of a mole hill.
➫ তিলকে তাল করা ।

124) To pocket an insult.
➫ কিল খেয়ে কিল চুরি করা।

125) To pour water on a drowned mouse./To slay the slain.
➫ মরার উপর খাঁড়ার ঘা।

126) To rob Peter to pay Paul.
➫ একের ধন কেড়ে অপরকে দান করা ।

127) To set a thief to catch a thief.
➫ কাঁটা দিয়ে কাঁটা তোলা।

128) To sound the trumpet before victory. ➫ গাছে কাঁঠাল,গোঁফে তেল।

129) To wash one’s dirty linen in public.
➫ হাটে হাড়ি ভাঙ্গা।

130) Too many cooks spoil the broth.
➫ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট ।

131) Too much courtesy,too much craft.
➫ অতি ভক্তি চোরের লক্ষণ ।

132) Unity is strength.
➫ একতাই বল ।

133) Waste not,want not.
➫ অপচয় করো না,অভাবও হবে না ।

134) We shall catch larks when the sky falls.
➫ সাত মণ তেলও পুড়বে না,রাধাও নাচবে না।

135) When the cat is away,the mice will play.
➫ বামুন গেল তো লাঙ্গল তুলে ধর।

136) Where there is the will,there is the way.
➫ ইচ্ছা থাকলে উপায় হয়।

137) While in Rome,do as Romans do.
➫ যম্মিন দেশে যদাচার।

138) While there is life,there is hope.
➫ যতক্ষণ শ্বাস,ততক্ষণ আশ ।

139) Who is to bell the cat?/Who will bell the cat?
➫ মেও ধরে কে?/বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?

140) Wishes never fill the bag.
➫ শুধু কথায় পেট ভরে না।



মন্তব্য চালু নেই