জেনে নিন প্রেমিকের বহুল ব্যবহৃত কথাগুলোর “আসল” অর্থ

কথায় বলে ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কিছুটা মিথ্যের আশ্রয় নিতে হয়। মাঝে মাঝে এমন ঘটনাও ঘটে যে মিথ্যে না বললে সম্পর্কে আসতে পারে টানাপোড়ন। তখন খানিকটা মিথ্যে বলতেই হয়। আবার সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে অনেকে আশ্রয় নেন ছলের। দেখা গেল কোন পরিস্থিতিতে কথা বলতে গেলে কেউ একজন কথা বলল একরকম করে কিন্তু তার মনের ভেতরের কথাটা অন্যরকম। অর্থাৎ মুখে এক ধরনের কথা কিন্তু মনে অন্য ধরনের কথা।

ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে অনেক ছেলেই এই কাজটি করে থাকেন। তারা মুখে এক ধরনের কথা বলেন, কিন্তু তাদের মনের ভেতরে থাকে অন্য কথা। বলেন একটা, কিন্তু মনে মনে ভাবেন অন্য একটা। যদিও বেশীরভাগ কথাই তেমন ক্ষতিকর নয়, তারপরও জেনে রাখা ভালো আপনার ভালোবাসার পুরুষটি আপনাকে যা বলছেন তার আসল অনুবাদটি কী। এতে করে আপনারই সুবিধা হবে ভালোবাসার পুরুষটিকে ভালো ভাবে বুঝতে।

১) ছেলেরা যা বলেনঃ
‘এগুলো ছেলেদের কথাবার্তা, তুমি বুঝবে না’

আসল অর্থঃ
‘তোমাকে বোঝানোর মত সময় এবং ধৈর্য আমার নেই, আমি বলতে চাই না’।

২) ছেলেরা যা বলেনঃ
‘তুমি বলতে থাকো, আমি শুনছি’

আসল অর্থঃ
‘তুমি কী বলছ আমার তার সম্পর্কে কোনো ধারণা নেই, দয়া করে চুপ থাকলে শান্তি পাই/ চুপ করলে ভালো হয়’।

৩) ছেলেরা যা বলেনঃ
“তোমার বন্ধুগুলো খারাপ না”

আসল অর্থঃ
“তোমার বন্ধুদেরকে আমি খুবই অপছন্দ করি।”

৪) ছেলেরা যা বলেনঃ
“মানুষের বিপরীত লিঙ্গের বন্ধু থাকতেই পারে, এতে দোষের কিছু নেই।”

আসল অর্থঃ
“আমার আসলে অনেক বান্ধবী।”

৫) ছেলেরা যা বলেনঃ
‘আমি কিছুই মনে রাখতে পারি না, তুমি তো জানোই আমার স্মৃতিশক্তি ভালো না’

আসল অর্থঃ
‘আমি আমার কেজি স্কুলের সব ঘটনা মনে করতে পারছি, কিন্তু আমি তোমার ঘটনা মনে রাখতে পারছি না কেন তা আমি নিজেই জানি না’।

৬) ছেলেরা যা বলেনঃ
‘তোমার কথা খুব মনে পড়ছিল তাই তোমার জন্য ফুল কিনে এনেছি’

আসল অর্থঃ
‘টাকা ভাংতি করতে পারছিলাম না বলে ফুল কিনতে হলো/ ফুলের দোকানে খুব সুন্দরী একটা মেয়ে ছিল’।

৭) ছেলেরা যা বলেনঃ
‘আমি এই জিনিসটা খুঁজে পাচ্ছি না’।

আসল অর্থঃ
‘আমার খুঁজতে আলসেমি লাগছে, তুমি খুঁজে দাও’।

৮) ছেলেরা যা বলেনঃ
‘অনেক বড় কাহিনী, এখন বলা সম্ভব না’।

আসল অর্থঃ
‘আমি নিজেও জানি যা ঘটনাটি কি, আগে আমাকে জানতে হবে’।

৯) ছেলেরা যা বলেনঃ
‘অনেক কাজ করেছ সারাদিনে, এখন ঘুমিয়ে নাও’।

আসল অর্থঃ
‘আমি এখন খেলা দেখব/ বন্ধুদের সাথে আড্ডা দেব, ডিস্টার্ব চাচ্ছি না’।

১০) ছেলেরা যা বলেনঃ
“আমার আম্মা তোমাকে পছন্দ করবে না।”

আসল অর্থঃ
“আমি আসলে আম্মাকে তোমার কথা বলবোই না।”

১১) ছেলেরা যা বলেনঃ
“আম্মা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করবো।”

আসল অর্থঃ
“আসলে আমি তোমার সাথে শুধুই প্রেম করবো। বিয়ে মোটেও নয়।”

১২) ছেলেরা যা বলেনঃ
‘বাহ! দারুন মজার তো ঘটনাটি’।

আসল অর্থঃ
‘বোরিং, বোরিং, বোরিং’।

১৩) ছেলেরা যা বলেনঃ
“তোমাকে একদমই মোটা লাগছে না!”

আসল অর্থঃ
“অন্যদিনের চাইতে আজকে বেশি মোটা লাগছে।”

১৪) ছেলেরা যা বলেনঃ
“তোমার চেহারা দেখে ভালোবাসিনি।”

আসল অর্থঃ
“তোমার চেহারার মাঝে তেমন আকর্ষণীয় কিছু নেই।”

১৫) ছেলেরা যা বলেনঃ
“সম্পর্কটা নিয়ে আমি আরও ভাবতে চাই।”

আসল অর্থঃ
“আমি আসলে সম্পর্কটা রাখতে চাইনা, ভালো হয় তুমি সরে গেলে।”



মন্তব্য চালু নেই