জেনে নিন, পেসার রুবেলের অজানা কথা (ভিডিওসহ)
রুবেল হোসেন। বাংলাদেশের যে ক’জন পেসার আছেন তাদের মধ্যে অন্যতম। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই দুর্ধর্ষ বোলিং কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক।
বাংলাদেশ দলের জয়ে বেশ অবদান রেখেছেন বাগেরহাটের এই ক্রিকেটার। এছাড়া, খেলার বাইরে নানা কর্মকাণ্ডেও আলোচনায় আছেন রুবেল। ব্যক্তিগত অথবা মাঠের ক্রিকেট। নিজের অজানা অনেক কথা জানিয়েছেন পেসার রুবেল।
তবে আজকের এই ‘তারকা ক্রিকেটার’ রুবেল হওয়ার পেছনে অনেক কাহিনি আছে। এর জন্য নাকি বাবার হাতে পিটুনিও খেয়েছেন রুবেল।
এ বিষয়ে তিনি বলেন, ‘ছোটবেলায় ক্রিকেট খেলার জন্য বাবার হাতে অনেক পিটুনি খেয়েছি। আব্বা সব সময় বলতেন, পড়াশোনা ভালো করে কর। আমার বাড়ি বাগেরহাটের মানুষজন আমাকে বলত, রুবেল ক্রিকেটপাগল।’
ভিডিওঃ
মন্তব্য চালু নেই