জেনে নিন পুরুষদের শার্টের পিছনে লুপের গোপন রহস্য

পুরুষদের শার্টের পিছনে এই লুপটি আপনি অনেকবার দেখেছেন এবং কোন চিন্তা না করে এটার কথা ভুলেও গেছেন। তবে আজ জেনে নিন শার্টের পিছনে এই লুপের রহস্য সম্পর্কে। এর পিছনে লুকানো কারণটি চমকে দেওয়ার মতো।

পুরুষদের শার্টে এই লুপের প্রচলন শুরু হয় ১৯৬০ সাল থেকে। এটার শুরুটা হয় ইস্ট কোস্টের নাবিকদের থেকে। তাদের শার্ট শুকানোর সময় হ্যাঙ্গারে ঝুলানোর বদলে এটা এই লুপের মাধ্যমে হুকে টাঙিয়ে রাখা হত। এতে করে শার্ট কুঁচি হওয়া থেকে রক্ষা পেত এবং সহজেই তা পরদিন ব্যবহার করা যেত।

এরপর তারা যখন নাবিকের চাকরি ছেড়ে শহরে আসলেন তখন তাদের থেকেই শার্টে এই লুপের প্রচলন চলে আসে যখন ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রে অক্সফোর্ড বাটন ডাউন শার্ট বাজারে আসে। এরপর সেই সময়ে পুরুষদের নতুন ট্রেন্ড ছিল এই লুপ দিয়ে জিমে তাদের শার্ট ঝুলিয়ে রাখা।



মন্তব্য চালু নেই