জেনে নিন টি-টোয়েন্টিতে প্রথম বলেই উইকেট পেয়েছেন যারা
ক্রিকেটপ্রেমীদের কাছে টি-টোয়েন্টি খেলা এখন অন্য সকল খেলার থেকে বেশি জনপ্রিয় খেলা হয়ে উঠেছে। নিজের দেশ বা ক্লাবের খেলাই হোক আনন্দ উল্লাসের যেন শেষ থাকে না। তাই টি-টোয়েন্টি খেলা নিয়ে চলে অনেক গবেষণা। কিন্তু এই খেলায় এমন কিছু ঘটনা আছে যা হয়তো আপনার অজানা।
ভাবছেন কি এমন বলবো যা আমার অজানা হতে পারে। যদি বলি টি-টোয়েন্টিতে প্রথম বলেই উইকেট পেয়েছেন এমন খেলোয়াড় কতো জন আছেন! চিন্তায় পড়ে গেলেন তো। জানি এই উত্তরটা দিতে একটু ঘাবড়িয়ে যাবেন।
তবে ঘাবড়ানোর কিছুই নেই। আপনার জানা না থাকলে জেনে নিন আমরাতো আছি। টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করে প্রথম বলেই উইকেট পাওয়া বোলারের তালিকাটা অনেক বেশী নয়। ৮টি দেশের কেবল মাত্র ১২জন বোলার গড়তে পেরেছেন এই রেকর্ড। তবে মজার ব্যাপারটা হলো, এদের বেশিরভাগই অখ্যাত বোলার।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি । যে সকল বোলাররা টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম বলেই উইকেট পেয়েছেন….
মন্তব্য চালু নেই