জেনে নিন গেইলের মেয়ের নাম !
প্রথম সন্তানের বাবা হয়েছেন খবরটি জেনেই ওয়েস্ট ইন্ডিজে উড়াল দিয়েছেন দেশটির হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস্টোফার হেনরি গেইল। একদিন আগেই স্ত্রী নাতাশা বেরিজকে সঙ্গ দিতে আইপিএল থেকে নিজ দেশ জ্যামাইকায় ফিরে যান টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা বিনোদনদাতা।
গিয়েই পেয়েছেন সুখবর। কন্যা সন্তানের বাবা হয়েছেন গেইল। এরই মধ্যে মেয়ের নামও ঠিক হয়ে গেছে। মেয়ের নাম ব্লাশ।
এর আগে বুধবার রাতে অনেক গণমাধ্যমই প্রকাশ করে পুত্র সন্তানের বাবা হয়েছেন গেইল। তবে, বৃহস্পতিবার সকালে গেইল নিজেই জানান পুত্র সন্তান নয়, কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।
নিজের টুইটার একাউন্টে উচ্ছাস প্রকাশ করেন গেইল। সেখানে লেখেন, ‘দু’ঘণ্টা আগে আমাদের ফুটফুটে মেয়ে ব্লাশ পৃথিবীর আলো দেখেছে। ও কে স্বাগতম। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। প্রত্যেকেই সবচেয়ে মূল্যবান আর অনুভূতির অপেক্ষায় থাকে। নাতাশার জন্যও আশীর্বাদ; ও সত্যিকারের সাহসী নারী।
মন্তব্য চালু নেই