জেনে নিন, ওয়াইফাই পাসওয়ার্ড দেখার নয়া কৌশল!

ওয়াইফাই ব্যবহারের সময় পাসওয়ার্ড মনে না পড়লে উপায় কী! এক্ষেত্রে কম্পিউটার রিস্টার্ট দেয়ার চেয়ে বরং পাসওয়ার্ডটি দেখে নেয়া যেতে পারে।

এজন্য প্রথমে Control Panel-এ গিয়ে All Control Panel Items থেকে Network and Sharing Center-এ যেতে হবে।

এরপর Change adapter settings-এ যেতে হবে। এখান থেকে Wireless network connection -এ গিয়ে মাউসে রাইট ক্লিক করে status-এ যেতে হবে।

এবার show characters বক্সে ক্লিক করলেই পাসওয়ার্ডটি দেখা যাবে। এ পদ্ধতিতে পাসওয়ার্ড জানা গেলে অকারণে ডিভাইস রিস্টার্ট দেয়া বা নতুন করে কনফিগারেশন করার প্রয়োজন হবে না।



মন্তব্য চালু নেই