জেদ্দায় মা-ছেলের আবেগঘন সাক্ষাৎ

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় বুধবার রাত ১০টা ২০ মিনিটে খালেদা জিয়া সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান। এ সময় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমান।

সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে হজ পালনের জন্য পৃথকভাবে সৌদি আরবে গেছেন তারা।

অন্যদিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী-সন্তানেরা।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন। ঠিক একই দিনে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের উদ্দেশে রওয়ানা দেবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, সৌদি আরবে খালেদা জিয়া ও ছেলে তারেক রহমান দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও দলটির সাংগঠনিক বিষয় নিয়ে আলাপ-আলোচনা করবেন। এ ছাড়া দলে নতুন নেতৃত্ব নিয়ে এসে কীভাবে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় করা যায় তা স্বাভাবিকভাবেই এ দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনা হবে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই