রাউজান (চট্টগ্রাম) এর কিছু খবর :

জেডিসি পরীক্ষায় কাগতিয়া মাদ্রাসার শতভাগ সাফল্য

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৪ সালের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও শতভাগ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। চলতি বছর জেডিসি পরীক্ষায় এ মাদ্রাসা থেকে সর্বমোট ৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তম্মধ্যে ১৬ জন জিপিএ ৫.০০ (এ+), ৩৯ জন ‘এ’ ,১৯ জন ‘এ-’ ,৩ জন ‘বি’ ও ১ জন ‘সি’ গ্রেডে পাস করেছে। । পাসের হার ১০০%। মাদ্রাসার এ ভাল ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা খুবই খুশি। তারা এজন্যে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও প্রধান পৃষ্ঠপোষক কাগতিয়ার গাউছূল আজমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া মাদ্রাসার শিক্ষার মান ও লেখাপড়ার সুন্দর পরিবেশ অক্ষুন্ন রাখা ও শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত লেখাপড়ায় মনোনিবেশ সৃষ্টিতে মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী এর সার্বক্ষণিক পর্যবেক্ষণ, শিক্ষকমন্ডলীর নিয়মিত পাঠদান ও নিবিড় পরিচর্যা মাদ্রাসার ধারাবাহিক সাফল্যের নেপথ্যে প্রধান ভূমিকা রাখছে বলে শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিমত ব্যক্ত করেন।

 

রাউজান গুজরা অটোরিক্সা চালক সমিতির সংবর্ধনা
জাহিদুল ইসলাম জাহেদ, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজান গুজরা অটোরিক্সা চালক সমিতির সংবর্ধনা অনুষ্ঠান গত মঙ্গলবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মীরধারপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। সংগঠনের সভাপতি আলহাজ নুরুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মীরধার পাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক মো.রফিজ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ছিলেন রাউজান প্রেস ক্লাব সভাপতি তৈয়ব চৌধুরী, পশ্চিম গুজরা ইউপি সদস্য মোস্তফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ি মো.সোলেমান সওদাঘর, আ’লীগ নেতা জামাল উদ্দিন, যুবলীগ নেতা আবদুল্লা আল মাসুদ, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, শ্রমিক নেতা কামাল মিঞা, ইমতিয়াজ উদ্দিন, মো.হেলাল উদ্দিন, মো.রাশেদ, আবু তাহের, সিরাজ কোম্পানী, শ্যামল বড়–য়া, মো.হাসেম, আজম খান, আবদুল হালিম, মো.তৈয়ব, মো.ইলিয়াছ, মো.মনছুর, মো.মহিউদ্দিন, মো.বাদশা, কমরুল হক বাহাদুর, মো.বাবলু, ওসমান আলী বাহাদুর, মো.শফি, মুন্না বড়–য়া, বাবু নয়ন বড়–য়া, দেবু বড়–য়া, যুবলীগ নেতা মো. লেধা, মো. সেলিম, মো.সাইদুল, জসিম উদ্দিন, জোস মো. ও আবদুর রশিদ প্রমূখ। অনুষ্ঠানে রাউজান প্রেস ক্লাব সভাপতি তৈয়ব চৌধুরীসহ সমাজে ও সংগঠনে বিভিন্নভাবে অবদান রাখায় বিভিন্ন ব্যক্তিকে সংবর্ধিত করা হয়। এবং অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনের স্থায়ী কার্যালয় করার ব্যাপারে সহযোগিতার আশ্বাস প্রদান করেন ও সংগঠনটি সম্প্রতি সমবায় দিবসে উপজেলা পর্যায়ে সরকারীভাবে শ্রেষ্ট সংগঠন নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

 

রাউজানে মিলাদুন্নবী মাহফিলে আল্লামা সৈয়দ আমিনুল হক  :
শেরে বাংলা ছিলেন নবী অলি প্রেমিক তৈরী করে সঠিক পথের সন্ধানদাতা
জাহিদুল ইসলাম জাহেদ, রাউজান (চট্টগ্রাম) : শেরে বাংলা আজীব সুন্নিয়তের খেদমত করে দিশেহারা মানুষকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। এতে তিনি নবী অলি প্রেমিক করে দ্বীনমিল্লাতের কাজ করেছেন। আজ সেই দ্বীন মিল্লাত নবী অলি প্রেমিক হয়ে সঠিক পথের সন্ধান পেয়েছেন। গত ৩ জানুয়ারী শনিবার সন্ধ্যায় শেরে বাংলার বড় সাহেবজাদা মোজাদ্দেদে দ্বীনে মিল্লাত আহলে সুন্নাত আল্লামা শাহাজাদা সৈয়দ মুহাম্মদ আমিনুল হক আলকাদেরী (মা.জি.আ)উপজেলার জিয়াবাজারস্থ শেরে বাংলার খলিফা কাজী মুহাম্মদ সোলাইমান আলকাদেরী (মা.জি.আল)’র বাড়ীতে এক মিলাদুন্নবী মাহফিলে প্রধান অতিথির তকরীর রাখতে গিয়ে এ কথা বলেন। শেরে বাংলার খলিফা মাওলানা মুহাম্মদ সোলাইমান আলকাদেরী (মা.জি.আ)’র সভাপতিত্বে মাহফিলের উদ্বোধক ছিলেন দরবারে আজিজিয়ার শাহাজাদা পীরে তরিকত হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ আব্দুল্লাহ আল নোমান আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন হযরতুল আল্লামা হাফেজ সৈয়দ মুহাম্মদ রুহুল আমিন। বিশেষ বক্তা ছিলেন বুড়িশ্বর জিয়াউল উলুম ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মুফতি আব্দুন নূর আলকাদেরী, আশেকানে আউলিয়া কামিল মাদ্রাসার সি.মুদাররিস আল্লামা আহমদুর রহমান হক্কানী, ইমাম শেরে বাংলা কমপ্লেক্সের প্রধান পরিচালক আল্লামা আইয়ুব নুরী আলকাদেরী। বিশিষ্ট সাহিত্যক লেখক কাজী মুহাম্মদ শিহাবুদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন হযরতুল আল্লামা মুহাম্মদ সিরাজ কামাল, বিশিষ্ট লেখক ও গবেষক ডা.সৈয়দ শফিউল আলম, রাউজান প্রেস ক্লাব সভাপতি তৈয়ব চৌধুরী, সাধারণ সম্পাদক এস.এম.ইউসুফ উদ্দিন, সমাজ সেবক মুহাম্মদ রেজাউল করিম, প্রাইম পেপারের পরিচালক মুহাম্মদ এনামুল হক, শাহাজাদা সৈয়দ জাফর আহমদ, মাওলানা ফুরখ আহমদ, মাওলনা ছবুর আহাম্মদ, মাওলানা শেখ আহমদ, মাওলানা মাহাবুবুল আলম, মাওলানা আবদুল হামিদ আলকাদেরী, মাওলানা কাজী মুহাম্মদ আব্দুল কাদের মহিউদ্দিন, ব্যবসায়ি আতাউল হক চৌধুরী প্রমূখ। মাহফিলে খতমে কোরআন, খতমে গাউছিয়া ও দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি।



মন্তব্য চালু নেই