জেএসসি ও জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ১ নভেম্বর থেকে শুরু হবে । পরীক্ষা শেষ হবে ১৮ নভেম্বর।

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সভা শেষে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহ. সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সভায় ২০১৫ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে। ১ নভেম্বর শুরু হয়ে পরীক্ষা ১৮ নভেম্বর পর্যন্ত চলবে।



মন্তব্য চালু নেই