জুভেন্টাসের মাঠে রিয়ালের অগ্নিপরীক্ষা
ঘরের মাঠে শেষ ৫৪ ম্যাচে মাত্র একবার হেরেছে তুরিনের ওল্ড লেডি জুভেন্টাস! আর সেই জুভেন্টাসের মাঠেই আজ রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে খেলতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ইতালির ক্লাবটির মাঠে এই ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের যে একরকম অগ্নিপরীক্ষা দিতে হবে, তা বলাই বাহুল্য। আজ জুভেন্টাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়। সরাসরি সম্প্রচার করবে টেন অ্যাকশন, টেন স্পোর্টস ও টেন এইচডি।
দুদিন আগেই ইতালির শীর্ষ লিগ সিরি ‘আ’এর শিরোপা নিশ্চিত করেছে জুভেন্টাস। মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছে তারা। ২০০৩ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে ইতালির বিখ্যাত ক্লাবটি। আর ২০০৩ সালে শেষ চারে রিয়াল মাদ্রিদকে হারিয়েই ফাইনালে উঠেছিল তারা। অবশ্য শিরোপা নির্ধারণী ম্যাচে এসি মিলানের কাছে টাইব্রেকারে হেরে যায় জুভেন্টাস। তবে এবার ট্রেবল জয়ের স্বপ্ন দেখছে দলটি। লিগ শিরোপা জয়ের পাশাপাশি এরই মধ্যে কোপা ইতালিয়ার ফাইনালে পৌঁছেছে। জুভেন্টাসের লক্ষ্য এখন চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।
সেমিফাইনালের প্রথম লেগে অবশ্য খেলতে পারছেন না জুভেন্টাস মিডফিল্ডার পল পগবা। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন এই ফরাসি তারকা। পগবা না থাকলেও দলে থাকছেন কার্লোস তেভেজ, আন্দ্রে পিরলোরা। তেভেজ তো রয়েছেন দারুণ ছন্দে। চ্যাম্পিয়নস লিগের এ মৌসুমে এরই মধ্যে ৬টি গোল করেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ২০ গোল নিয়ে এ মৌসুমে সিরি ‘আ’এর সর্বোচ্চ গোলদাতাও তেভেজ। আজ রাতে রিয়ালের জন্য ভয়ংকর হয়ে উঠতে পারেন এই আর্জেন্টাইন।
রিয়ালে মাদ্রিদও সম্প্রতি কম যাচ্ছে না। নিজেদের শেষ পাঁচ ম্যাচে শতভাগ জয় রয়েছে ইউরোপের সবচেয়ে সফলতম দলটির। লা লিগায় নিজেদের শেষ ম্যাচে সেভিয়াকে ৩-২ গোলে হারায় কার্লো আনচেলোত্তির দল। তাদের জন্য সবচেয়ে ভালো খবর, ছন্দে ফিরেছেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সেভিয়ার বিপক্ষকে তিনটি গোলই অর্থাৎ হ্যাটট্রিক করেন পর্তুগিজ মহাতারকা।
রিয়ালের জন্য দুঃসংবাদ, আজকের ম্যাচেও খেলতে পারছেন না ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। হাঁটুর ইনজুরির কারণে রিয়ালের শেষ পাঁচ ম্যাচে খেলতে পারেননি তিনি। অবশ্য ইনজুরি কাটিয়ে গত রোববার অনুশীলনে ফিরেছেন বেনজেমা। তবে এখনই তাকে মাঠে নামিয়ে ঝুঁকি নিতে চাইছেন না রিয়াল কোচ আনচেলোত্তি। তবে গত ম্যাচে ইনজুরি কাটিয়ে ফিরেছেন আরেক তারকা গ্যারেথ বেল। জুভেন্টাসের বিপক্ষেও থাকছেন ওয়েলসের এই তারকা।
এ পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে রিয়াল ও জুভেন্টাস। এর মধ্যে রিয়ালের জয় আটটিতে এবং জুভেন্টাস জিতেছে সাতটি ম্যাচে। অপর ম্যাচটি ড্র হয়েছে। ২০১৩ সালে দুই দলের শেষ ম্যাচটিই ড্র হয়। দুই দলের শেষ পাঁচ দেখায় অবশ্য জুভেন্টাসই জিতেছে তিনবার। রিয়াল একবার জিতেছে এবং অপর ম্যাচটি তো ড্র হয়।
শেষে আরেকটি তথ্য দেওয়া যাক, ইতালির ক্লাবের বিপক্ষে নিজেদের শেষ তিন ইউরোপিয়ান সেমিফাইনালে বিদায় ঘণ্টা বেজেছিল রিয়ালের! স্প্যানিশ জায়ান্টরা এবার সে দুঃখ ঘুচতে প্রথম লেগে এগিয়ে যেতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়!
মন্তব্য চালু নেই