জুবায়ের হত্যা মামলার আসামীর চাকরি থেকে অব্যাহতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জোবায়ের হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও ইতিহাস বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান মাসুদকে চাকরি (মাস্টাররোল) থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসে নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরি (মাস্টাররোলে) করতেন মো. মাহমুদুল হাসান ওরফে মাসুদ। মাসুদ জোবায়ের হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ায় এবং আদালতে তার বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকায় তাকে বিশ্ববিদ্যালয়ের চাকরি (মাস্টাররোল) থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সাবেক উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন মাসুদকে পরিবহন অফিসে চাকরি দেন। পরে বিষয়টি আলোচনায় এলে গত ৮ জানুয়ারি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেন।



মন্তব্য চালু নেই