জুটি হচ্ছে না সাইফ ও ঐশ্বরিয়ার!
ঐশ্বরিয়া রাই ও সাইফ আলী খানকে জুটি করে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ‘অহল্যা’ নির্মাতা সুজয় ঘোষ। এ খবর পুরনো। তবে নতুন খবর হলো সে ছবিটি করছেন না সাইফ আলী খান।
এমন খবর প্রকাশ করেছেন ভারতীয় গণমাধ্যম! এর তারা জানিয়েছেন সাইফ আলী খানের অনিহা!
জানা গেছে, চলতি বছরের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেধাবী নির্মাতা সুজয় ঘোষ ঘোষণা দিয়েছিলেন যে ঐশ্বরিয়া ও সাইফ আলী খানকে নিয়ে তিনি একটি ছবি করতে চান। কিন্তু সম্প্রতি বলিউডের আরেক অভিনেতা অজয় দেবগনের ছবি ‘দৃশ্যায়ম’-এর সাথে চিত্রনাট্য মিলে যাওয়ায় সুজয়ের পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। কারণ অজয়ের দৃশ্যায়নের সাথে সুজয়ের চিত্রনাট্য মিলে যাওয়ায় অভিনেতা সাইফ আলী এই ছবিতে অভিনয় সম্পর্কে অনিহা প্রকাশ করেছেন।
সাইফ আলী খানকে এ সম্পর্কে ডিএনএ-থেকে প্রশ্ন করা হলে তিনি জানান, অজয়ের ‘দৃশ্যায়ম’ মুক্তির আগে আমি ছবিটিতে কাজ করতে দারুণভাবে আগ্রহী ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ‘দৃশ্যায়ম’-এর সাথে গল্প মিলে যাওয়ায় আমার মোটেও আগ্রহ নেই।
উল্লেখ্য, ‘দৃশ্যায়ম’-এর সাথে কাহিনী মিলে যাওয়ার পর এই চিত্রনাট্য নিয়ে সুজয় ছবি নির্মাণ করবেন কিনা তা জানা না গেলেও সম্প্রতি তিনি ‘দুর্গা রানী সিং’ নামের একটি ছবির ঘোষণা দিয়েছেন। এছাড়াও চলতি বছর ‘অহল্যা’ নামের একটি শর্টফিল্ম নির্মাণ করে দারুণ আলোচিত হন বাঙালি নির্মাতা সুজয় ঘোষ। এছাড়াও তিনি ব্যাং ব্যাং, কাহানি নামের বেশ ক’টি ছবি নির্মাণ করে নিজের মেধার সাক্ষর রেখেছেন।
মন্তব্য চালু নেই