জুটি বাঁধলেন কঙ্গনা-অমিতাভ

অমিতাভ বচ্চন ও কঙ্গনা রানাউত এক সঙ্গে অভিনয় করছেন একটি বিজ্ঞাপনে। জানা যায়, একটি প্রসাধনীর বিজ্ঞাপনে তারা একসঙ্গে কাজটি করেছেন।

এক সঙ্গে পর্দায় কাজ করতে পেরে দুজনেই খুশী। ‘কুইন’ ছবিটি দেখার পর থেকেই অমিতাভ কঙ্গনার ভক্ত বনে যান। তিনি কঙ্গনার সাবলীল অভিনয় দেখে মুগ্ধ হন। কঙ্গনার সঙ্গে অভিনয়ও করতে চেয়েছিলেন। তিনি একটি চিঠিতে কঙ্গনাকে লিখেছিলেন, ‘খুব কম অভিনেতাই এ রকম সাবলীল ভাবে ক্যামেরাকে উপেক্ষা করতে পারে! কঙ্গনা সেটা পেরেছেন বলে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। পাশাপাশি, এও জানিয়েছিলেন, এ রকম বলিষ্ঠ অভিনয়ের জন্য কঙ্গনাকে বেশ হিংসেও হয় তার!

তার সেই আশাই এবার পূর্ণ হলো। বিজ্ঞাপনটি তৈরী করেছে পরিচালক রাজকুমার হিরানি।
জানা যায়, অক্টোবরের মাঝামাঝি সময়ে বিজ্ঞাপনটি কোন এক টিভিতে প্রচার হবে।



মন্তব্য চালু নেই