জীবিত হওয়ার আশায় মৃত মেয়েকে ফ্রিজে রাখল বাবা
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে এক বাবা তার মৃত শিশু মেয়ে জীবিত হয়ে উঠবে এই আশায় তাকে ফ্রিজের ভেতরে ভরে রাখে।
পুলিশের বরাত দিয়ে ব্রিটেনের অনলাইন মেট্রোর খবরে বলা হয়, মিখায়েল থ্যাডফোর্ড (৩৩) তার মেয়ে শিশুটিকে প্রথমে তার নিজের গাড়ির ভেতরে রেখে বেরিয়ে যায়। প্রচণ্ড তাপে গাড়ির ভেতর খুব গরম হয়ে যায়। যখন তার মনে পড়ে মেয়ের কথা, দৌঁড়ে গাড়িতে এসে দেখতে পান মেয়ের নিথর দেহ। সঙ্গে সঙ্গে সেটিকে নিয়ে ৪ ঘণ্টা ফ্রিজের ভেতর রাখে মিখায়েল।
মিখায়েলের বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। পুলিশ রান্নাঘর থেকে শিশুটির মৃত দেহ উদ্ধার করে।
ঘটনার পরে সে তার স্ত্রীকে প্রথমে ও পরে পুলিশ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা (সিপিআর) দিয়েও শিশুটিকে বাঁচাতে সক্ষম হয়নি।
ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমই শিশুটির মৃত্যুর কারণ হয়ে থাকতে পারে। ঘটনার দিন তাপমাত্রা ছিল বাইরে ৩২ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য চালু নেই