জীবন্ত হয়ে গেল মোমের তৈরি মাথা! (ভিডিও)
এই মানুষগুলো মোমের তৈরি কাটা মুন্ডু নিয়ে রাস্তায় বড় ধরণের একটা তামাশাই করলেন পথচারীদের সাথে।
ভিডিওতে দেখা যায়, মোমের পুতুল নিয়ে এক ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে আসতে থাকে। কিন্তু তার আগেই তারা ফুটপাতে একটি ছোট-খাট ম্যানহোলের মত গর্ত করে রাখে।
যেখানে আগে থেকেই কিছু মেয়েকে রাখা হয়। পরিকল্পনা মত গর্তের সামনে আসলেই সে পুতুল থেকে মাথাটি নিচে ফেলে দিতে থাকে। পিছনে থাকা পথচারী ব্যাপারটি খেয়াল করলেই, পাশ থেকে ঐ দলেরই কয়েকজন সাদা বোর্ড নিয়ে ফুটপাত অতিক্রম করার সময় মোমের মুন্ডুটি তুলে নিয়ে যায়। আর গর্ত থেকে উঠে আসে আসল মানুষের মুন্ডু।
তারপর দেখুন, কি কাণ্ডটাই না ঘটে

ভিডিও:
https://youtu.be/MC5280mlbCk

















মন্তব্য চালু নেই