জীবননগরের নতুন নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব হস্তান্তর

শামীম রেজা, চুয়াডাঙ্গা থেকে: চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার নতুন নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জীবননগর পৌরসভা মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্বভার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল।

জীবননগর পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর পৌরসভার বিদায়ী মেয়র নওয়াব আলী। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাফিজ, নতুন পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, জীববননগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বজলুর রহমান ও উথলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সাস্পাদক সোহরাব হোসেন খাঁন।

অনুষ্ঠানে পৌনে ২ কোটি টাকার দেনা রেখে নতুন মেয়র জাহাঙ্গীর আলমকে দায়িত্ব বুঝে দেন বিদায়ী মেয়র নওয়াব আলী। অনুষ্ঠানে জীবননগর পৌরবাসী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই