জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তার স্ত্রী ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার বেলা সাড়ে ১১টায় শেরে বাংলা নগরস্থ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। সমাধিস্থলে দোয়া মোনাজাতে অংশ নেন খালেদা জিয়াসহ উপস্থিত নেতারা। জাতীয়তাবাদী ওলামাদল দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এসময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে. অব. মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খানসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী সোমবার (৩০ মে)। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সামরিক বাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
মন্তব্য চালু নেই