জিয়ার মাজারে যাবেন কাদের সিদ্দিকী
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে শুক্রবার সকালে চন্দ্রিমা উদ্যানে যাচ্ছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী।
দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে কাদের সিদ্দিকী জাতীয় চার নেতার মাজার জিয়ারত করবেন। এরপর বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করে বনানীতে তিন নেতার মাজার জিয়ারত করবেন।’
তিনি আরও জানান, মাজার জিয়ারত শেষে কাদের সিদ্দিকী বিকেলে ময়মনসিংহের উদ্দেশে রওয়ানা দেবেন।
মন্তব্য চালু নেই