জিয়ার পদক প্রত্যাহারের জবাব রাজপথে : গয়েশ্বর

সভা-সমাবেশ করে লাভ হবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার করে বর্তমান সরকার স্বাধীনতার উপর যে আঘাত করেছে তার উপযুক্ত জবাব রাজপথে দিতে হবে বলে।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের স্বাধীনতা পদক কেড়ে নেয়ার প্রতিবাদে এক বিক্ষােভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, জিয়ার স্বাধীনতা পদকের উপর আঘাত মানে মুক্তিযুদ্ধের উপর আঘাত, দেশের স্বাধীনতার উপর আঘাত। আর এই আঘাতের দৃষ্টান্ত স্থাপন করে শাসকেগাষ্ঠী দেশের ১৬ কোটি মানুষকে লজ্জিত করেছে। এর উপযুক্ত জবাব রাজপথে দিতে হবে।

তিনি বলেন, সরকার জিয়ার পদক প্রত্যাহার করে ছোট লোকের পরিচয় দিয়েছে। রাষ্ট্র এবং মুক্তিযুদ্ধকে অপমান করেছে।

সভাপতির বক্তব্যে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, দেশে আইনের শাসন নেই। গণতন্ত্র, সংবাদপত্র এবং আদালত বন্দি। এমন সরকার পতনে আন্দোলনের বিকল্প নেই।

বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান প্রমুখ।



মন্তব্য চালু নেই