জিরো ফিগার নিয়ে আসছেন পরিণীতি চোপড়া

বলিউডে বইছে জিরো ফিগারের হাওয়া। সেই গাওয়ায় এবার গা ভাসাতে চলেছেন ‘ইশাকজাদা’ খ্যাত পরিনীতি চোপড়া।

সম্প্রতি একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল কর্তৃক আয়োজিত নতুন একটি রিয়েলিটি শোতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন পরিণীতি চোপড়া। কিন্তু সেখানেই বাধে যত গন্ডগোল। অনুষ্ঠানে আগতরা পরিণীতির নতুন লুক ও আগের চেয়ে স্লিম ফিগার দেখে চমকে যান। তবে পরিণীতি তার ফিগারে খুব একটা খুশি নন বলে জানিয়েছেন।

এদিকে পরিণীতি চোপড়া নিজের শরীর থেকে আরও ওজন ঝরিয়ে ফেলতে চান। তাই নিয়মিত জিম করার পাশাপাশি বিশেষজ্ঞদের পরার্মশ মতো খাবার খাচ্ছেন।



মন্তব্য চালু নেই