জিম্বাবুয়ের সঙ্গে পাকিস্তানের “বেঈমানি”!

যে জিম্বাবুয়ে আইসিসির নিষেধাজ্ঞা অমান্য করে পাকিস্তানে ক্রিকেটে খেলে এসেছে, পাকিস্তান সেই জিম্বাবুয়ের সঙ্গে কি না চোখ উল্টি দিল! প্রতিদান হিসেবে আগস্টে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু তারা সেটি আর খেলতে চাইছে না।

সম্প্রতি তাদের সঙ্গে যোগ দেয়ার কথা জানায় ওয়েস্ট ইন্ডিজ। উদ্দেশ্য ছিল বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দেয়া। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতায় পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হয়ে গেছে, অন্যদিকে বাংলাদেশও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আগেই সেটা নিশ্চিত করেছে। এই অবস্থায় পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ খেলে যদি হেরে যায়, তবে পয়েন্ট টেবিলে ওয়েস্ট ইন্ডিজ তাদের চোখ রাঙাবে। সেই ‘ভয়ে’ খেলতে চাইছে না তারা।

পিসিবির এক কর্মকর্তা দাবি করছেন, ‘সিরিজ না খেলার সিদ্ধান্ত আন্তরিকতার সঙ্গে সর্বসম্মতিক্রমে নেয়া হয়েছে।’

জিম্বাবুয়ে কিংবা ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি জানা যায়নি। ব্যাপারটা তারা ভালোভাবে নেবে না, এ কথা হলফ করেই বলা যায়। দুই বোর্ড কতটা প্রতিক্রিয়া দেখায়, সেটাই এখন দেখার বিষয়। বিশেষ করে জিম্বাবুয়ে, যাদের কিছুদিন আগে ‘জামাই আদর’ করেছিল পাকিস্তান।



মন্তব্য চালু নেই