জিমেইলে পোস্টমাস্টার

গুগলের জিমেইলে যুক্ত হলো নতুন একটি ফিচার। এই ফিচারটির নাম পোস্টমাস্টার টুলস। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নেক্সটওয়েব জানিয়েছে, এই ফিচারের সহায়তায় জিমেইল ব্যবহারকারীরা তাদের পাঠানো ইমেইলের কোনটি স্পাম হিসেবে সেন্ড হয়েছে তা দেখতে পাবেন। এছাড়া এটার সাহায্যে ইমেলইলে কোনো ভুল-ভ্রান্তি হলে তাও শুধরে নেয়ার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা পাবেন।

জিমেইল জানিয়েছে, নতুন ফিচারের আওতায় অপ্রত্যাশিত ইমেইল ফিল্টার করে তা স্পামে দেখানো হবে। এতে আগের চেয়ে পিশিং প্রটেকশন পাওয়া যাবে।

অন্যদিকে জিমেইল ল্যাব ফিল্টার করে দেখবে কোন কোন ম্যাসেজ ইউজার বেশি পছন্দ করেন। সেগুলো ফিল্টারের মাধ্যমে আলাদা করে দেখানো হবে।



মন্তব্য চালু নেই