জিপিএ-৫ পেয়েছে আসিফের বড় ছেলে
আলহামদুলিল্লাহ্ … আমার সদা সত্যবাদী বড় ছেলে শাফকাত আসিফ রণ এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার সাফল্যে আমরা সবাই খুশী। এবার শুরু হবে আসল পরীক্ষা, আশা করি এতেও সে সাফল্যের সাথে উত্তীর্ণ হবে।
আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো- পরীক্ষার ফলাফল নিয়ে আমি কখনোই ভাবিত ছিলাম না। আমার সব সময় একটাই আশা- আমার সন্তানরা সত্য ও ন্যায়ের পথে থেকে মানুষের মত মানুষ হবে। দেশের প্রতি সবসময় আনুগত্য দেখিয়ে দেশপ্রেমিক হয়ে বেঁচে থাকবে।
যারা সফল তাদের অভিনন্দন, যারা সফলতা পায়নি তাদের জন্যও ভালবাসা। শুধু মনে রাখতে হবে প্রতিটি ব্যর্থতার গল্পই মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। হতোদ্যম না হয়ে পূর্ণোদ্যমে ভবিষ্যতকে জয়ের চেষ্টা করতে হবে।
মিলিটারী কলেজিয়েট স্কুল,খুলনা (এমসিএসকে) থেকে আমার দুই ছেলে সাফল্যের সাথে পড়াশোনা শেষ করে এসেছে। অভিভাবক হিসেবে আমি কৃতজ্ঞ । আমার ছোট ছেলে শায়াফাত আসিফ রুদ্র বর্তমানে ঢাকা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে এইচএসসিতে পড়ছে। তাদের জন্য দোয়া করবেন । সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন। ভালবাসা অবিরাম…………-আসিফের ফেসবুক পেজ থেকে নেওয়া
মন্তব্য চালু নেই