জিতলে ভাল, না জিতলে আন্দোলন এই নীতি তাদের
ভোট সাংবিধানিক অধিকার। ভোট দিলাম এ জন্য যে, আমি আমার নাগরিক অধিকার প্রয়োগ করতে পারলাম। ভোট প্রদান করে আমি খুব আনন্দিত। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিক, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। রাজধানীর সিটি কলেজে মঙ্গলবার সকাল ৮টায় ভোট প্রদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমি ভোট দিয়েছি। দীর্ঘ সংগ্রাম করে আমরা এই জায়গাটা প্রতিষ্ঠিত করেছি। মানুষ যাতে ভোট দিতে পারে, সে জন্য আমরা আন্দোলন করেছি।
এ সময় বিএনপিকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিতলে ভাল, না জিতলে আন্দোলন এই নীতি তাদের।
শেখ হাসিনা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে যা যা করণীয় তাই করবে সরকার।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আমি পানপাতা, ঘুড়ি ও ইলিশ মাছ প্রতীকে ভোট দিয়েছি। ইলিশ আমাদের প্রিয় মাছ।
মন্তব্য চালু নেই