জিতলেন সেরেনা, ক্ষোভ ঝাড়লেন আজারেঙ্কা

ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলতে উঠলেন সেরেনা উইলিয়ামস। শনিবার তৃতীয় পর্বে ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে কষ্টার্জিত জয় পান তিনি। এদিন প্রথম সেটে আজারেঙ্কার কাছে হেরেও পরের দুই সেট জিতে টুর্নামেন্টের চতুর্থ পর্বের টিকিট নিশ্চিত করেন আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা।

তৃতীয় পর্বে ফ্রেঞ্চ ওপেনের শিষ্য বাছাই সেরেনা উইলিয়ামস ৩-৬, ৬-৪ এবং ৬-২ গেমে হারান বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। তবে দ্বিতীয় সেটের শেষ মুহুর্তে আম্পায়ারের এক সিদ্ধান্তের বিরুধীতা করেন টেনিসের সাবেক নাম্বার ওয়ান তারকা। পরে এ নিয়ে ক্ষোভও ঝাড়েন তিনি। তবে টেনিসে এমনটা হয়েই থাকে বলে মন্তব্য করেছেন সেরেনা উইলিয়ামস।

এদিকে পুরুষ এককে দুর্দান্ত খেলছেন জোকোভিচ, নাদাল। ১৯ বছরের অস্ট্রেলিয়ান টি কোক্কিনাকিসকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন সার্বিয়ান তারকা জোকোভিচ। বিশ্বের এক নাম্বার তারকা ৬-৪, ৬-৪ ও ৬-৪ গেমে হারান প্রতিপক্ষকে। আর মাত্র একটি ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবেন তিনি। ফ্রান্সের রিচার্ড গ্যাসকোয়েটকে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনালে উঠবেন জোকোভিচ।

অন্যদিকে নাদালও অসাধারণ টেনিস উপহার দিলেন এদিন। রাশিয়ার অ্যান্ড্রে কুজেনেস্তভকে হারিয়ে দিয়ে চতুর্থ রাউন্ডে উঠেন তিনি। রাফা এদিন ৬-১, ৬-৩ ও ৬-২ গেমে তৃতীয় রাউন্ডে রাশিয়ান তারকাকে হারিয়েছেন।



মন্তব্য চালু নেই