জাহিদের পর পরীক্ষা দিলেন শাবির বহিষ্কৃত মাসুম

জাহিদ হোসেনের পর এবার পরীক্ষায় অংশগ্রহণ করলেন সিলেটের শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরেক বহিষ্কৃত ছাত্র আবদুল্লাহ আল মাসুম।

তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ২য় সেমিস্টারের ছাত্র। এর আগে গত বৃহস্পতিবার জাহিদ হোসেন ফরেস্ট্রি এ্যান্ড এনভায়রন মেন্টাল বিভাগের দ্বিতীয় বর্ষের ২য় সেমিস্টারর ছাত্র।

শাবিপ্রবি শিক্ষকদের সঙ্গে ছাত্রলীগের অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে গত বুধবার ৪ ছাত্রলীগকর্মীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অপর দু’জন হলেন- পরিসংখ্যন বিভাগের ধনিরাম রাজ ও ফরেস্ট্রি এ্যান্ড এ্যানভাইরোল মেন্টাল বিভাগের আরিফুল ইসলাম আরিফ।

রবিবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া ইংরেজি-১০১ কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করেন মাসুম।

অথচ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে গত বৃহস্পতিবারই বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বিভাগের প্রধান প্রফেসর ড. ডিলারা রহমান বলেন, ‘মাসুমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রশাসনের পাঠানো চিঠিতে এ কথা বলা হয়েছে। কিন্তু মাসুম পরীক্ষা দিতে পারবে না এমন কোনো কিছু চিঠিতে উল্লেখ ছিল না। তাই তাকে পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে।’

কিন্তু রেজিস্টার দপ্তর সূত্রে জানা গেছে, কোনো ছাত্র-ছাত্রী সাময়িক বহিষ্কৃত হলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তারা ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।



মন্তব্য চালু নেই