জাহিদের কথায় সালমার দরদ

‘দরদ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন সালমা। রেজওয়ান শেখের স্টুডিওতে বুধবার সন্ধ্যায় গানটির রেকর্ডিং হয়েছে। ভালোবাসা দিবসে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিতব্য ‘মনমাঝি’ শিরোনামের অ্যালবামে থাকবে ‘দরদ’ গানটি। অন্য দুটি গান হলো ‘মনমাঝি’ ও ‘কে যে যখন’।

সালমা বলেন, কণ্ঠ দেয়ার পরই মনে হয়েছে অনেক সুন্দর একটি গানে কণ্ঠ দিলাম। রেকর্ডিংয়ের সময় স্টুডিওতে সুরকার ও সঙ্গীতায়োজক ছিলেন। সুন্দর এই কথাগুলোর কারিগর জাহিদ আকবর ভাইকে মিস করছিলাম। সবার ভালোলাগার মতো একটি গান হয়েছে।

‘কেন এতো দরদরে তোর আমার লাগি, পোড়াস অন্তর দিবা নিশি। এক করে দে, উজাড় করে বুকের পাজর…’ -এমনই কথায় ফোক ফিউশনধর্মী গানটি সুর করেছেন জিয়াউদ্দিন আলম, সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।



মন্তব্য চালু নেই