জাহাজে রহস্যময়ীর সঙ্গে রোনালদোর রোমান্স

ইরিনা শায়েকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে বেশ আগে। প্রাক্তনের স্মৃতিতে হয়তো এখন ধুলো পড়ে গেছে। রোনালদো আছেন রোনালদোর মতোই। সম্প্রতি তার বিশেষ মুহূর্তের ছবি ফাঁস হয়েছে।

সেখানে দেখা যাচ্ছে, অপরিচিত এক নারীর সঙ্গে রোমান্স করছেন তিনি। মেয়েটি স্বল্পবসনা। কখনো সিআর-সেভেনকে আলিঙ্গন করছেন, কখনো বাহুবন্ধনে আবদ্ধ করছেন।

এমনকি জাহাজের মাস্তুলে বসে বিশেষভাবে সময় পার করতেও দেখা যায় দুজনকে। পর্তুগীজ তারকার এই সব স্পর্শকাতর ছবি প্রকাশ করেছে স্ক্রিনগ্রাব।

রোনালদো কিছুদিন আগে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। হাতে অখণ্ড অবসর। সামনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচী রয়েছে। তার আগে ঝরঝর হতেই কি এই পথে হেঁটেছেন রিয়ালের গোলমেশিন?



মন্তব্য চালু নেই